জন আব্রাহমের বরাবরই বং ডিভাদের প্রতি নজর। তিনি কোথাও যেন বাঙালি মেয়েদেরকেই বেশি পছন্দ করতেন।
210
ঠিক এই একই কারণে তাঁর জীবনে এসেছিলেন বিপাশা বসু। যাঁর সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিল জনের।
310
তবে নয় বছর পর সকলকে অবাক করে দিয়ে জন ও বিপাশার ব্রেকআপ হয়ে যায়। তাঁরা একে অন্যকে ছেরেই এখন সংসারে মগ্ন।
410
বর্তমানে জন নিজের পরিবার নিয়ে ঠিক যেমন ব্যস্ত, ঠিক তেমনই বিপাশাও এখন করণের সঙ্গে সংসার করছে।
510
ঠিক একইভাবে একসময় জনের নজর গিয়েছিল রিয়া সেনের ওপর। ৯০ দশকে জন তখন ফেমাস নন।
610
রিয়া বলিউড ডডেবিউ করার লক্ষ্যে পা বাড়িয়েছেন। হাতে তখন স্টাইল ছবির কাজ। তখনই আলাপ জনের সঙ্গে।
710
জনের হাতে তখন সেভাবে ছবি নেই। কিন্তু বং ডিভার রূপ দেখে বুঁদ হয়ে গিয়েছিলেন জন। দেরি না করেই রিয়াকে প্রপোজ করে বসেন।
810
সেই সময় রিয়া লম্বা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন। যার ফলে সেই মুহূর্তে কোনও কমিটমেন্টে যেতে রাজি ছিলেন না তিনি।
910
রিয়ার সেই বোল্ড বিউটিতে জন বোল্ড আউট হলেও, রিয়া সেই সময় কোনও মতেই রাজি ছিলেন না বিয়ে করতে।
1010
আর জন, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যার ফলে রিয়া আরও ঘুরে বসেন, ও এই বিষয় আর কোনও কথা বলতেই রাজি ছিলেন না তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।