কাজলের কাছে অজয় ছিলেন বাবাজি-গুরুজি, প্রেমিক নিয়ে সমস্যা হলেই ছুঁটে যেতেন অজয়ের কাছে

অজয় দেবগণ ও কাজলের মধ্যে থাকা সম্পর্ক বেশ পছন্দ করে ভক্তরা। এদের মধ্যে যেমন রয়েছে যেমন এক রোম্যান্টি সম্পর্কের সমীকরণ, তেমনই নানা ওঠা পড়ার মাঝে দিয়ে এরা গেলেও, কখনও ফিরে তাকাতে হয়নি দুই স্টারকে। তবে শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। 

Jayita Chandra | Published : Feb 25, 2021 2:59 PM
110
কাজলের কাছে অজয় ছিলেন বাবাজি-গুরুজি, প্রেমিক নিয়ে সমস্যা হলেই ছুঁটে যেতেন অজয়ের কাছে

হালচালের সেটে প্রথম সাক্ষাৎ। তারপর থেকেই কাজল ও অজয়ের বন্ধুত্ব তৈরি হয়। 

210

তবে প্রথম অবস্থায় একে অন্যের সঙ্গে প্রেম এটা তাঁরা মেনেই নেননি। এমন কি কাজল তখন রীতিমত প্রেম করছে। 

310

তিনি স্টার, যার ফলে জীবনে প্রস্তাব কম পাননি। শাহরুখ-কাজল জুটিও তখন হিট। এমনই পরিস্থিতিতে কী করতেন অজয়-কাজল দেখা করে। 

410

প্রেম নিয়ে চলত জল্পনা। কোনও প্রেমকই ঠিক সহ্য হত না কাজলের। কিছু না কিছু সমস্যা থেকেই যেত। 

510

মন খুলে কাকে বলবে বুঝতে পারতেন না। তখনই তিনি বেছে নেন অজয়কে। তাঁর কাছে অজয় ছিলেন গুরুজির মত। 

610

অর্থাৎ লাভগুরু, যে সব সমস্যা নিয়ে খুলে কথা বলতে জানে। তাই কাজলও মন দিয়ে উপদেশ নিতেন। 

710

এভাবেই গড়াতে থাকে বন্ধুত্ব। তৈরি হয় বিশ্বাস, আর সেখান থেকেই ভরসা। কবে যে তা প্রেমে পরিণত হয় তাঁরা বুঝতে পারেননি। 

810

এমনই এক পরিস্থিতিতে দুজনেই বাড়িতে নিজেদের মনের কথা জানিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি কাজলের। 

910

বাড়ির সকলের মত ছাড়াই বসতে হয় বিয়ের পিঁড়িতে। যদিও কেটে গিয়েছে ২২ বছর, তাঁদের সম্পর্কে এখনও কোনও আঁচ আসেনি। 

1010

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos