শাহরুখ কন্যা বলে কথা। দর্শকদের নজর এড়ানো চলবে না। এই সেলেবকেে পর্দায় দেখার ইচ্ছে তো বহু দিনের। কিন্তু সেই বিষয় এখন মুখে কুলুপ এঁটেছেন শাহরুখ খান। বদলে এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফ্রমই একমাত্র আশ্রয় হয়ে দাঁড়িয়েছে।
পড়াশুনা নিয়েই এখন ব্যস্ত সুহানা। যার ফলে অন্য কোনও দিকে মন দেওয়ার মিলছে না অনুমতী।
29
ফলে শাহরুখ কন্যার ভক্তরা বেজায় মন খারাপ করে অপেক্ষায় দিন গুণছেন। তবে এখনই মিলছে না কোনও সুসংবাদ।
39
তাই তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই এখন চোখে পড়ে এক অন্য ছবি। সুহানার পোস্ট মানেই তা মুহূর্তে ভাইরাল।
49
কেরিয়ার শুরু আগেই ভোগ ম্যাগাজিনের কভারে জায়গা করে নেওয়া এই স্টারকে পর্দায় না পেয়ে ছবিতেই বুঁদ হয়েছে ভক্তমহল।
59
কখনও হট পোজ, কখনও আবার উন্মুক্ত ক্লিভেজ, স্টানিং লুকে ঝড় তুলতে এক কথায় সিদ্ধ হস্ত সুহানা।
69
তাই বলে খান কন্যা এখন ব্যস্ত রান্না ঘরে। চিজ কাটার ছবি শেয়ার করতে মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল।
79
পাশাপাশি শেয়ার করেছেন তিনি আরও এক ভিডিও। যা মুহূর্তে ভাইরাল হল নেট দুনিয়ায়।
89
যদিও সুহানার হোট পোজ নেটিজেনদের নজর কাড়ে, তবুও কোথাও যেন তাঁর হট লুকই আবার হয়ে ওঠে ট্রোলের শিকার।
99
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।