কাজলের সঙ্গে দুই তারকারই নাম এক কথায় সঠিক যায়। যার মধ্যে অন্যতম নাম হল শাহরুখ খান। তবে কাজলের প্রথম পছন্দ ছিলেন না তিনি।
বলিউডে কাজল ও করণের বন্ধুত্বেকর কথা কম বেশি সবাই জানেন। কীভাবে হয়েছিল করণ কাজল বন্ধুত্ব! এক ছবির প্রিমিয়ারে।
কাজলের নজরে তখন শুধুই অক্ষয় কুমার। পাশে বসে থাকা করণকে তিনি মুন খুলে সেই কথা জানিয়েছিলেন।
পুরো প্রিমিয়ার ধরে তাঁরা দুজনে তাকিয়ে ছিলেন অক্ষয়ের দিকে। কিন্তু অক্ষয়কে তখন কিছুই বলা হয়নি। মাঝখান থেকে তাঁদের বন্ধুত্ব শুরু হয়।
কপিল শর্মা শো-তে এসে তাঁর ও কাজলের বন্ধুত্বেকর শুরু নিয়ে কথা বলতে গিয়েই তা ফাঁস করেছিলেন করণ জোহার।
জানিয়েছিলেন, সেদিন রাতের কথা করণ আজও ভোলেননি। যেদিন সারাক্ষণ কাজল শুরু বলে গিয়েছিলেন, অক্ষয় কুমার ভিষণ হট।
কাজলের তাই বলিউডে প্রথম ক্রাশ অক্ষয় কুমার, শাহরুখ কিংবা অজয় দেবগণ নন। কিন্তু এই জুটির কথা খুব একটা ভক্তরা শোনেননি।
কাজলকে নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে জানিয়েছিলেন করণ, তাঁর সঙ্গে কাজল খুব সহজ, এবং তাঁদের জার্নির অনেকটা জুড়েই তাঁরা একে অন্যের সঙ্গে রয়েছেন।
Jayita Chandra