সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে সহ সলমন খান, সঞ্জয় লীলা বনশালী, একতা কাপুর, সাজিদ নাদিয়াদওয়ালা অনেককেই দায়ী করে চলেছে সোশ্যাল মিডিয়া। সুশান্তকে মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছে বলিউডের এই ব্যক্তিত্বরাই। এমনই দাবি দানিয়ে তাঁদের বিরুদ্ধে পিটিশনও সই করানো হয়েছে।