একাধিক অন্তরঙ্গ দৃশ্যে কাছাকাছি আসা, এবার কি তৃতীয় বিয়ে, কামালের সম্পর্ক ঘিরে জল্পনা

সুপারস্টার কামাল হাসানের বিবাহিত জীবনের একাধিক উঠা পড়ার খবর এখন ভক্তদের মুখে মুখে ফেরে। পর পর দুই বিবাহই টেকেনি অভিনেতার। তবে সম্পর্ক স্থাপনে নেই বিরাম-বিশ্রাম। মাঝে মধ্যেই কামাল হাসানের সঙ্গে একাধিক অভিনেত্রী নাম জড়়িয়ে তৈরি হয়ে থাকে বিতর্ক। তবে এবার শুধু সম্পর্কই নয়, তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন তুঙ্গে। 

Jayita Chandra | Published : May 27, 2020 9:45 AM IST / Updated: May 27 2020, 03:20 PM IST
18
একাধিক অন্তরঙ্গ দৃশ্যে কাছাকাছি আসা, এবার কি তৃতীয় বিয়ে, কামালের সম্পর্ক ঘিরে জল্পনা

চলচ্চিত্র জগতে যতটা অভিনয়ের জাদুতে ঝড় তুলেছিলেন কামাল হাসান, ব্যক্তিগত জীবন নিয়েও ততটাই আলোচনার বিষয় হয়ে উঠেছেন সুপারস্টার। 

28

পর পর দুই বিবাহই টেকেনি কামাল হাসানের। বিচ্ছেদের পর এবার জীবনে এল নয়া সম্পর্কের মোড়। আবারও সিনেস্টারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন কামাল হাসান। 

38

যত্রতত্র তাঁদের দেখা যাচ্ছে একই সঙ্গে। পারিবারিক কোনও অনুষ্ঠানই হোক, কিংবা ছবির প্রচার। পূজা কুমারের সঙ্গেই হাজির হচ্ছেন কামাল হাসান।

48

বিশ্বরূপম খ্যাত অভিনেত্রী পূজা কুমারের সঙ্গে এখন নাম জড়িয়েছে কামাল হাসানের। পূজার সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক ছবি এখন ভাইরাল। 

58

এই জুটি একাধিক ছবিতে একই সঙ্গে অভিনয় করেছেন। শ্যুটিং সেটেই একে অন্যের প্রথম কাছাকাছি এসেছিলেন পূজা ও কামাল হাসান। 

68

শ্যুট করেছেন তাঁরা একাধিক অন্তরঙ্গ দৃশ্যতেও। সেই সব ছবি বক্স অফিসে যতটা ঝড় তুলেছে, ঠিক ততটাই ভক্তদের নজর কেড়েছে এই জুটি। 

78

তবে এবার আর পর্দায় জুটি বাঁধা নয়। দক্ষিণী দুনিয়ায় নতুন খবর এখন ভাইরাল। শুধু ডেটই নয়, বিয়েও করতে পারেন এই দুই তারকা।

88

কামাল হাসানের দ্বিতীয় স্ত্রী সারিকার সঙ্গে বিচ্ছেদের পর অনেকের সঙ্গে কামাল হাসানের নাম জড়ালেও, বর্তমানে যে অভিনেতা পূজাতেই মজেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos