বালা সাহেব ঠাকরে পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন, যেখানে তাঁকে বলতে দেখা যাচ্ছে, বালাসাহেব ঠাকরেকে তিনি আদর্শ বলে মানেন। কিন্তু, সেই বালাসাহেব ঠাকরেও এককালে আশঙ্কা করেছিলেন যে তাঁর দলের অবস্থা কংগ্রেসের মতোই হবে। এই সময়ে বেঁচে থাকলে কী মনে করতেন? সে প্রশ্নও এই টুইটে করেছেন কঙ্গনা।