বলিউডের বিরুদ্ধে সওয়াল, একাধিক বিতর্কে কঙ্গনা, Y ক্যাটাগরির সুরক্ষা দিলেন অমিত শাহ

বলিউডের পর্দা ফাঁস করা কঙ্গনার বাঁ হাতের খেল, গত কয়েক মাসে তা তোখ রাঙিয়ে বুঝিয়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। আর ঠিক হলও তাই। কঙ্গনা রানাওয়াত একের পর এক বোল খুলতে শুরু করলেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই বিপত্তি। কিছুজন পড়লেন বিপাকে। কেউ আবার তোপ দাগলেন বলিউডের সম্মান বাঁচাতে। এবার সেই কঙ্গনার সুরক্ষা নিয়েই ভাবছে কেন্দ্র। 

Jayita Chandra | Published : Sep 7, 2020 6:30 AM IST
19
বলিউডের বিরুদ্ধে সওয়াল, একাধিক বিতর্কে কঙ্গনা, Y ক্যাটাগরির সুরক্ষা দিলেন অমিত শাহ

বলিউড নিয়ে মুখ খুলতে রাজি আছি, শুধু প্রয়োজন সুরক্ষার। এমনটাই অনুরোধ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। 

29

এবার পরিস্থিতির দিকে তাকিয়ে তেমনই সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রিয় সরকার। কঙ্গনা রানাওয়াতকে দেওয়া হল ওয়াই ক্যাটাগরির সুরক্ষা। 

39

কঙ্গনা রানাওয়াত, বলিউডের প্রথম সেলেব যিনি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে পরিকল্পিত খুন বলে দাবি করেছিলেন। 

49

জানিয়েছিলেন, বলিউড কীভাবে ধীরে ধীরে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, তা তিনি জানেন। তাই বলিউড আজও তাঁর নিজের নয়। 

59

এরপরই উঠে আসে মাদক প্রসঙ্গ। বলিউডে একাধিক তারকারা ড্রাগ সেবন করে থাকেন। আর সেই নামও সামনে নিয়ে আসার কথা জানান কঙ্গনা। 

69

এরপর থেকেই যেন বিতর্ক মাথাচারা দিয়ে ওঠে। কঙ্গনাও করে বসেন বেফাঁস মন্তব্য, মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা টানেন তিনি। 

79

তখনই গর্জে ওঠে বিটাউন। একের পর এক তারকারা তাঁর উদ্দেশ্যে জানান, বলিউডে কেরিয়ার তৈরি করে আজ বদনাম!

89

তখনই মহারাষ্ট্রের সরকার ও শিবসেনার সদস্য সঞ্জিব রাউত বলেন, মুম্বতেই এত ভয় যখন আসতে হবে না মুম্বই। 

99

কঙ্গনাকে মুম্বইতে ঢুকতে না দেওয়ার কথাও জানান তিনি। এরপরই কেন্দ্রিয় সরকারের পক্ষ থেকে অমিত শাহ কঙ্গনাকে ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি দেওয়ার কথা জানান মুম্বইতে আসার জন্য। 

Share this Photo Gallery
click me!

Latest Videos