বলিউড নিয়ে মুখ খোলাতেই বিপত্তি, কঙ্গনার অনুপস্থিতিতেই অফিস ভাঙার কাজ শুরু, বিএমসি-র কোপ

কঙ্গনা রানাওয়াতের অনুপস্থিতিতেই বিএমসি-র কোপ। মঙ্গলবার থেকেই কড়া হাতে পরিস্থিতি সামলাচ্ছে বিএমসি, কঙ্গনা রানাওয়াত কে আটকাতে না পেরেই কী একের পর এক কোপ বসাচ্ছে বিএমসি। পরিস্থিতির কথা আগেই অনুমান করেছিলেন কঙ্গনা। সকাল সকাল বেড়িয়েও পড়েছেন তিনি। কিন্তু তাঁকে পৌঁচ্ছনোর সময়ই দেওয়া হল না। 

Jayita Chandra | Published : Sep 9, 2020 6:02 AM IST
18
বলিউড নিয়ে মুখ খোলাতেই বিপত্তি, কঙ্গনার অনুপস্থিতিতেই অফিস ভাঙার কাজ শুরু, বিএমসি-র কোপ

সুশান্তকে নিয়ে মুখ খুলতেই কী তবে হল বিপত্তি। কী পরিস্থিতির সন্মুখীন হতে হয়েছিল কঙ্গনা রানাওয়াতকে!

28

একের পর এক বিতর্কে জড়িয়েছে অভিনেত্রীর নাম। বলিউড নিয়ে মুখ খুলতেই তা মহারাষ্ট্র সরকারের গায়ে কেন লাগল, উঠছে প্রশ্ন।

38

যদিও তার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন অনেকেই। কঙ্গনা রানাওয়াত মুম্বইকে তুলনা করেছিলেন পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে। তবে থেকেই শুরু তরজা। 

48

মুম্বইতে তিনি যেন না আসেন, তেমনটাই জানানো হয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ার এই বাক যুদ্ধ বাস্তবে ভয়াল রূপ নিল। 

58

কঙ্গনার অফিসের কনস্ট্রাকশন ঠিক নেই এমনটাই ছিল মত বিএমসির। কঙ্গনা আগে থেকেই আঁচ করেছিলেন ভেঙে দেওয়া হবে তাঁর সাধের অফিস। 

68

বুধবার সকালে তেমনটাই করার প্রক্রিয়া শুরু। কঙ্গনা রানাওয়াতও রওনা হয়ে গিয়েছেন মুম্বইয়ের জন্য। 

78

দুপুর আড়াইটে নাগাত তিনি পৌঁচ্ছে যাবেন মুম্বইতে। তার আগেই কি ভেঙে ফেলা হলে কঙ্গনার অফিস। জল্পনা তুঙ্গে। 

88

পাশাপাশি কঙ্গনার বাড়িতেও বাড়িয়ে দেওয়া হয়েছে সিকিউরিটি। মু্ম্বইতে পৌঁচ্ছে কী পরিস্থিতির সন্মুখীন হতে চলেছেন কঙ্গনা জল্পনা তুঙ্গে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos