হ্যাশের নেশা কঙ্গনার জলভাত, প্রাক্তন প্রেমিক অধ্যয়নকে কোকেনের প্রস্তাব দিয়েছিলেন বলিউডের 'কুইন'

Published : Sep 04, 2020, 12:44 PM ISTUpdated : Sep 04, 2020, 01:01 PM IST

সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। তিনিই প্রথম সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এর দাবি তুলেছিলেন। তার মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে। সুশান্তের মৃত্যুর তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন কঙ্গনা। সম্প্রতি  টুইটে কঙ্গনা জানিয়েছেন,  রণবীর, ভিকি এরা  সকলেই নাকি নিষিদ্ধ মাদক কোকেইন-এর নেশায় আসক্ত। এবার কঙ্গনার বিরুদ্ধে পুরোনো অভিযোগ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কঙ্গনা নিজেই মাদকের নেশায় জড়িত ছিলেন। এমনকী কোকেনের নেশাও তিনি করতেন বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন।  

PREV
110
হ্যাশের নেশা কঙ্গনার জলভাত, প্রাক্তন প্রেমিক অধ্যয়নকে কোকেনের প্রস্তাব দিয়েছিলেন বলিউডের 'কুইন'

 বি-টাউনের প্রথম সারির অভিনেতা রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল, পরিচালক অয়ন মুখোপাধ্যায় সহ আর অনেক তারকাদের মাদক পরীক্ষার দাবি তুলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন কঙ্গনা রানাউত।

210

কঙ্গনা আরও জানিয়েছেন, বলিউডের ৯৯ শতাংশ অভিনেতাই মাদকের নেশায় আসক্ত। প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করে মাদক পরীক্ষার দাবিও তুলেছেন কঙ্গনা।

310

এবার কঙ্গনাকে নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। কঙ্গনা নিজেই নাকি নিষিদ্ধ মাদক নিতেন।

410


এমনই বিস্ফোরক অভিযোগ তোলেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন।

510

 অধ্যয়ন জানিয়েছেন, কঙ্গনা একসময় প্রতিদিন হ্যাশ খাওয়াতেন সকলকে।

610

তবে শুধু হ্যাশ নয়, তার সঙ্গে কোকেন দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন কঙ্গনা। একটি সাক্ষাৎকারেই সেকথা স্বীকার করেছিলেন অধ্যয়ন।

710

অধ্যয়ন আরও জানিয়েছিলেন, তিনি নিজেও কঙ্গনার সঙ্গে ৪-৫ বার হ্যাশ  নিয়েছেন। এমনকী কোকেন নেওয়ার জন্য অধ্যয়নকে প্রস্তাব দিয়েছিলেন কঙ্গনা।

810

কঙ্গনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অধ্যয়ন বলেছিলেন, তিনি কোকেন নিতে একদমই রাজি নন। তবে কোকেন না নিলেও নিয়মিত হ্যাশ নিতেন কঙ্গনা।

910

একসময়ে কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়ান অধ্যয়ন সুমন। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।।

1010

 ঝগড়া-ঝামেলার মধ্য দিয়েই সেই সম্পর্ক শেষ হয়। শারীরিক নির্যাতন, মানসিক যন্ত্রণা একাধিক অভিযোগ এনেছিলেন অধ্যয়নের বিরুদ্ধে  কঙ্গনা।

click me!

Recommended Stories