'সময় ঘনিয়ে আসছে আমার', কীসের ভয় পাচ্ছেন কঙ্গনা, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট

Published : Aug 18, 2020, 07:09 AM ISTUpdated : Aug 18, 2020, 09:19 AM IST

প্রথম থেকেই কঙ্গনাকে কোণ ঠাঁসা করার চেষ্টা বলিউডে। একের পর এক তারকা ক্রমেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। নিজের এক ভিন্ন জগত তৈরি করে, দাপটের সঙ্গেই থাকতে পছন্দ করেন কঙ্গনা। তবে এবার সোশ্যাল মিডিয়ায় যা বললেন, তাতে মুহূর্তে উঠল নয়া ঝড়...

PREV
18
'সময় ঘনিয়ে আসছে আমার', কীসের ভয় পাচ্ছেন কঙ্গনা, সোশ্যাল মিডিয়ায়  বিস্ফোরক পোস্ট

সুশান্ত সিং রাজপুতকে পরিকল্পনা করে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া হয়েছে, প্রথম থেকেই এমনটাই দাবি তুলেছিলেন বলিউড কুইন। 

28

তবে এবার অভিনেত্রী নিজে কীসের ভয় পাচ্ছেন। একের পর এক বলিউডের অন্তরমহলের কাহিনি ফাঁস করছেন নেট দুনিয়ায়।

38

একাধিক তথ্য তুলে ধরেছেন সকলের সামনে। তবে কী কোনও ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে কঙ্গনাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া গেল।

48

সোশ্যাল মিডিয়ায় একাধিকবার কঙ্গনাকে ব্লক করা হয়েছে। এবারই যখন তখন মুখ বন্ধ করে দিতে পারে সকলেই। সেই কথা জানিয়ে পোস্ট করলেন কঙ্গনা। 

58

লিখছেন, তাঁর মেয়াদ আর বেশিদিন নেই। অনেক কিছু বলার ছিল বলিউড মাফিয়া নিয়ে, ভেতরের কথা ফাঁস করার ছিল। কিন্তু যখন তখন তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। 

68

প্রথম থেকেই তিনি চেয়েছিলেন সুবিচার পাক সুশান্ত সিং রাজপুত। তারজন্য একাধিক মানুষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। 

78

কিন্তু তাঁদের ক্ষমতা নেহাতই কম নয়। বাইরের জগত থেকে বলিউডে প্রবেশ করলে তাঁদের ঠাঁই পেতে বেশকিছুটা সময় লাগে। 

88

তা বলে এভাবে তাঁদের দূরে সরিয়ে রাখাটা কখনই কাম্য নয। তাই আগে ভাগে ভক্তদের, নেটিজেনদের জানিয়ে রাখলেন কঙ্গনা, যখন তখন মুখ বন্ধ হতে পারে তাঁরও। 

click me!

Recommended Stories