বিশ্বের সবচেয়ে ডিজালাইকড ভিডিওর মধ্যে তৃতীয় স্থানে 'সড়ক টু', কোথাও কি ভুল করছে সুশান্ত-ভক্তরা

আলিয়া ভাট, পূজা ভাট, আদিত্য রায় কাপুরের সড়ক টু-এর ট্রেলার, গান মুক্তি পেতেই নেটিজেনরদের রোষের মুখে পড়েছে 'ভাট ক্যাম্প'। এক সময় আলিয়া এবং আদিত্যের ভক্তরা তাঁদের ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে বসে থাকে। ছবির সমস্ত আপডেট পেতেই প্রস্তুত থাকে সর্বক্ষণ। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গোটা দৃশ্য যেন সম্পূর্ণ বদলে গিয়েছে। স্বজনপোষণ, সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের অ্যালেজেড গোপণ সম্পর্ক নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। সুশান্তের আত্মহত্যাকে অযৌক্তিক বলে দাবি করেছে ভক্তরা। তাদের কথায়, সুশান্তকে খুন করা হয়েছে। 

Adrika Das | Published : Aug 17, 2020 5:37 PM IST / Updated: Aug 18 2020, 12:04 PM IST

18
বিশ্বের সবচেয়ে ডিজালাইকড ভিডিওর মধ্যে তৃতীয় স্থানে 'সড়ক টু', কোথাও কি ভুল করছে সুশান্ত-ভক্তরা

একাংশের দাবি অনুযায়ী, সুশান্ত যদি আত্মহত্যা করে থাকেন এবং মানসিক অবসাদের ছিলেন তার জন্য সম্পূর্ণরূপে দায়ী বলিউডের একাংশ ব্যক্তিত্বরা। 

28

এখন ছবির ট্রেলার বিশ্বের সবচেয়ে ডিজলাইকড ভিডিওর মধ্যে তৃতীয় স্থান পেয়েছে। এবং ভারতে এক নম্বর। ডিজলাইক বোতাম টিপেই নাকি প্রতিবাদ করছে সুশান্ত ভক্তরা। তবে কিছু নেটিজেনদের মতে, এখানেই হয়ে যাচ্ছে বড় ভুল।

38

ছবিটি এভাবে উঠে আসছে সংবাদ শিরোনামে। ছবিটি মুক্তি পেলে ছবিটি অনেকে দেখে হয়তো খারাপ রিভিউ দেবে, তবে তাতে নির্মাতাদের ক্ষতি না হয়ে বরং লাভই হবে। ভিউজের জন্য টাকা পেতে পারে নির্মাতারা। 

48

এই অনুমানের উপর ভিত্তি করেই সেই একদল নেটিজেনরা 'সড়ক টু'কে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছে। প্রসঙ্গত, এর আগে ছবির পোস্টারে আইনি বিপাকে জড়ান মহেশ ভাট। ছবির পোস্টারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সিকন্দরপুরের বাসিন্দা আচার্য চন্দ্র কিশের পরাশর। 

58

হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে ছবির পোস্টার। এই অভিযোগেই মহেশ ভাটের বিরুদ্ধে ভার্তীয় দণ্ডবিধির ২৯৫-এর এ এবং ১২০-র বি ধারায় মামলা দায়ের করেছিলেন চন্দ্র কিশোরের আইনজীবী সোনু কুমার।  

68

ছবির পোস্টারে কেন ব্যবহৃত হবে কৈলাশ পর্বতের ছবি। তাঁদের বক্তব্য, "হিন্দুদের কাছে কৈলাস পর্বত একটি পবিত্র স্থান। মহাদেবের বাসস্থান হিসেবে গণ্য করা হয় কৈলাস পর্বতকে। পর্বতের ছবি পোস্টারে ব্যবহার করে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে।" 

78

নানা কারণেই মহেশ ভাটের উপর ক্ষোভ উগরে দিচ্ছে সাইবারবাসী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রোষে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া। সুশান্তের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পার হয়ে গেলেও, না থেমেছে প্রতিবাদ না থেমেছে তাঁর বিষয় কথা বলা। 

88

বেঁচে থাকতে যে সম্মান, শ্রদ্ধা, ভালবাসা সুশান্ত কখনই পাননি, তাঁর আকস্মিক মৃত্যুতে হঠাৎই যেন নেটিজেনরা তাঁকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এই রোষের মধ্যে সড়ক টু-এর ট্রেলার যেন গোদের উপর বিষফোঁড়া। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos