সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এখন রিয়া চক্রবর্তী এবং মহেশ ভাটের দিকে সমস্ত নজর ঘুরেছে। করণ জোহারের থেকে সকলের মন খানিক সরলেও তাঁর জীবন এখন ঘৃণা এবং ট্রোলেই ভরে গিয়েছে। এসব থেকে নিজেকে বাঁচাতে সোশ্যাল মিডিয়া থেকে খানিক দূরে সরে গিয়েছেন। খুলেছেন নতুন প্রাইভেট প্রোফাইল। তবুও সোশ্যাল মিডিয়ায় পিছু ছাড়ল না তাঁর। ফের তাঁর পুরনো ভিডিওতে চটল সুশান্ত-ভক্তরা। যেখানে তাঁকে 'নেপোটিজম রকস' বলে চিৎকার করতে দেখা গেল। তাঁর সঙ্গে সামিল হয়েছিলেন সইফ আলি খান এবং বরুণ ধাওয়ানও।