Published : Aug 21, 2020, 02:18 PM ISTUpdated : Aug 21, 2020, 02:26 PM IST
সইফ আলি খানই বোধ হয় এমন একজন অভিনেতা, যাঁর ভিলা তাঁর নিজের নামেই। পাতৌদি হাউস বাঘাবাঘা অভিনেতার বাংলোকে এক কথায় পেছনে ফেলে সবার উপরে নজর কাড়ে। বিটাউনের জুহুতে বিলাসবহুল বাংলোর ছড়াছড়ি, তবে করিনা-সইফের এই বাংলো সব দিক থেকে টেক্কা দেয়, জলসা কিংবা মান্নতকে।