এখন থেকেই সেট তৈমুরের কেরিয়ার গোল, সইফ-করিনা ছেলেকে কোন প্রফেশনে দেখতে চান
পাতৌদি পুত্র হলেও সইফ আলি খান কেরিয়ারে ফলো করেছিলেন তাঁর মা শর্মিলা ঠাকুরকে। কেরিয়ার হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছিলেন সইফ আলি খান। এবার একে একে তাঁর সন্তানদের বেড়ে ওঠার পালা, খুদে স্টার তৈমুরকে নিয়ে কী স্বপ্ন বাবার, এবার খোলসা করলেন সইফ।