আবারও সন্তানের নাম নিয়ে বিতর্কে জড়ালেন করিনা-সইফ, ট্রোলের শিকার তারকা দম্পতি

সন্তানের নাম নিয়ে বিতর্কে জড়ালেন সইফ এবং করিনা। তবে এটা প্রথম নয়। এর আগেও সইফ-করিনার প্রথম সন্তানের নাম নিয়ে জলঘোলা হয়েছিলো। আবারও দ্বিতীয় সন্তানের নাম নিয়ে উঠলো বিতর্কের ঝড়। প্রথম বারের অভিজ্ঞতার কথা মাথায় রেখে দ্বিতীয় সন্তানের নাম নিয়ে বেশ রাকঢাক করে চলছিলেন করিনা। 

Jayita Chandra | Published : Aug 11, 2021 3:03 PM
19
আবারও সন্তানের নাম নিয়ে বিতর্কে জড়ালেন করিনা-সইফ, ট্রোলের শিকার তারকা দম্পতি
তবে সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে নিজের লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশ করেন সইফ ঘরণী। সেখানেই করণ জোহর করিনার থেকে জানতে চান তাঁর দ্বিতীয় পুত্রের কী নাম।
29
এই প্রশ্নের উত্তরে করিনা জানান, তৈমুরের ভাইয়ের নাম জেহ আলি খান। এরপরই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে এই নাম নিশ্চয়ই তাঁর ডাক নাম। তাঁর আসল নাম জাহাঙ্গীর বা জালাউদ্দীন হতে পারে।
39

করিনা নিজেই একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নবাব পুত্র সইফ আলি খানকে একবার নয়, একাধিকবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করিনা।
 

49
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সন্তানের জননী হন করিনা। এরপর থেকে সামনে আসে তৈমুরের ভাইয়ের নাম রাখা হয়েছে জেহ আলি খান।
59
তবে এই নাম যে তাঁর ডাক নাম তা এবারে প্রকাশ্যে চলে এলো। অভিনেত্রী নিজেই জানান, তাঁর ছোট ছেলের আসল নাম জাহাঙ্গীর আলি খান। আর এই নাম ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
69
মুঘল সম্রাটের নামে ছেলের নাম রেখে ব্যপক ট্রোলের স্বীকার হতে হচ্ছে করিনা এবং সইফকে। নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তোলেন, পাঞ্জাবী হয়েও কেন করিনা মুঘল সম্রাটের নামে ছেলের নাম রাখলেন।
79
এর পাশাপাশি অনেকেই এই নামের সঙ্গে ধর্মের প্রসঙ্গ টেনে এনে উস্কানিমূলক মন্তব্য করেন। তবে এই বিষয়ে করিনার অনেক ভক্তরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। নেটিজেনদের করা ট্রোলের যোগ্য জাবাব দিতেও দেখা যায় তাঁদের।
89
এর আগেও একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন করিনা কাপুর। যার সূত্রপাত তৈমুরের জন্ম থেকে। ছেলের নাাম রেখেই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।
99
তবে করিনা এই নিয়ে বিন্দু মাত্র রাখ ঢাক না করেই জানিয়ে ছিলেন, তাঁরা নাম হিসেবেই কেবল তৈমুর আলি পছন্দ করে ছিলেন। এর বাইরে কিছু ভেবে দেখেননি।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos