১০ বছরের বড় সইফকে বিয়ে করতে কেন পালাতে চেয়েছিলেন করিনা, হুমকি পেয়েছিল পরিবারও

Published : Oct 16, 2020, 07:09 PM ISTUpdated : Oct 16, 2020, 07:10 PM IST

বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর এবং নবাব পুত্র সইফ আলি খান  আজ থেকে ঠিক ৮ বছর আগে ২০১২ সালে ১৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বয়সে নিজের চেয়ে বড় ১০ বছরের সইফের সঙ্গে প্রেম থেকে সম্পর্ক বিবাহ সবটাই যেন রাজকীয়। একটা সময় বাড়ি থেকে পালিয়ে সইফকে বিয়ে করতেও রাজি ছিলেন করিনা। সাক্ষাৎকারে নিজেই একথা স্বীকার করেছিলেন করিনা। এমনকী পরিবারকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন বলিপাড়ার এই কাপল, জানুন কী ঘটেছিল।

PREV
110
১০ বছরের বড় সইফকে বিয়ে করতে কেন পালাতে চেয়েছিলেন করিনা, হুমকি পেয়েছিল পরিবারও

আজ বিবাহের ৮ বছর পূর্ণ হল করিনা-সইফের। বর্তমানে অন্তঃসত্ত্বা করিনা কাপুর। আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। 

210


বিবাহবার্ষিকীতে তাদের পুরোনো সিক্রেট ভাইরাল হয়েছে। যা শুনে সকলেই অবাক হবেন।

310

 বিয়ের আগেই লিভ-ইনে থাকতেন সইফ-করিনা। পাঁচ বছর সম্পর্কের পর তারা গাটছড়া বেঁধেছিলেন।

410

একটি সাক্ষাৎকারে করিনা নিজেই জানিয়েছিলেন, ১০  বছরের বড় সইফকে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালাতেও প্রস্তুত ছিলেন বেবো।

510

এমনকী পরিবারকেও হুমকি দিয়েছিলেন। তাদের বিয়ের  খবর যদি ফাঁস হয়ে যায় তাহলে তারা পালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছিলেন।

610

করিনা আরও জানিয়েছিলেন, সইফকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম কারণ স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলাম। বিয়ের পর কাজ করা, এই সমস্ত কিছুই মেনে নিয়েছিল সইফ আলি খান।

710


সইফের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগেই শহীদ কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন করিনা। তাদের ব্রেক আপের পর পুরোপুরি ভেঙে পড়েন সইফ।

810


'তশান' ছবির সেটেই সইফ আলি খানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে করিনার। সেখানেই শুটিং সেট থেকে সময় বার করে তারা দেখা করতেন। 

910


'ল্যাকমে ফ্যাশন' উইকে প্রথমবার করিনা ও সইফকে একসঙ্গে দেখা গিয়েছিল। এবং সেখানেই প্রথম সইফ তাদের ডেটিংয়ের কথা স্বীকার করেছিলেন।

1010

করিনার আগে নিজের চেয়ে ১২ বছরের বড় অমৃতার সিংয়ের সঙ্গে বিয়ে করে ২ সন্তানের জন্ম দিয়েছিলেন সইফ। একটি ফোটোশুটে তাদের প্রথম দেখা হয়েছিল। ১৯৯১ সালে গোপনে বিয়ে সেরেছিলেন সইফ আলি খান। তারপর ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

click me!

Recommended Stories