Published : Oct 16, 2020, 01:30 PM ISTUpdated : Oct 17, 2020, 06:13 PM IST
বলিউড সেলেবের বিয়ে মানেই এক কথায় তা এক রাজকীয় ব্যাপার। পোশাক থেকে শুরু করে আয়োজন, সবেতেই থাকে টানটান উত্তেজনা। লক্ষ থেকে শুরু করে কোটি কোটি টাকার খেলা। চোখ ধাঁধাঁনো লুকে ভাইরাল হয়েছিলেন সকলের মতই ঐশ্বর্য ও অভিষেক।
ঐশ্বর্য ও অভিষেক, এই বিয়ের আসরের কথা প্রায় সকলেরই মনে আছে। সকলকে তাগ লাগিয়েছিলেন অমিতাভ। তাঁর ছেলের বিয়ে বলে কথা।
27
ঐশ্বর্যের বাড়ি থেকেও আয়োজনে ছিল না কোনও ক্রুটি। খাস কলকাতার বুক থেকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল বচ্চন পরিবারের পোশাক। ঐশ্বর্যের বিয়ের পোশাকও কেনা হয় কলকাতা থেকেই।
37
সেই বিয়েতে সব থেকে বেশি যা নজর কেড়েছিল তা হল ঐশ্বর্য রাইয়ের এঙ্গেজমেন্ট আংটি। বিয়ের আংটি কেনা হয়েছিল ঠিক কত টাকায়!
47
শুনলে এক কথায় সকলেই চমকে যাবেন। ঐশ্বর্যের একটা আংটির টাকায় আপনার একটি বিলাস বহুল ফ্ল্যাট হয়ে যাবে।
57
ঐশ্বর্যের বিয়ের আংট নিয়েছিল ৫০ লাখ টাকা। এই দামী আংটি দিয়েই হয়েছিল আংটি বদল। যা বারো মাস হাতে পরে থাকেন না বচ্চন বধূ।
67
পাশাপাশি ঐশ্বর্যের বিয়ের আসরে থাকা ঐয়োজনের বিভিন্ন ছবিও হয়েছিল ভাইরাল। অমিতাভ নিজে দাঁড়িয়ে থেকে সাজিয়েছিলেন সবটাই।
77
সকলের নজরে আজও তরতাজা সেই আলিসান বিয়ের আসর। যা আজও সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝে মধ্যেই ফিরে ফিরে আসে।