ত্বকের জেল্লাতেই বাজিমাত, জেনেনিন করিনার স্টানিং বোল্ড স্কিনের রহস্য

করিনার বিউটি সিক্রেটই হল তাঁর স্কিন। ফ্ললেস স্কিনের জাদুতেই এক কথায় কাবু করিনা কাপুরের ভক্তমহল। নিজেকে কীভাবে ধরে রাখেন বেবো, রইল তারই রহস্য... নিজেই জানালেন তাঁর সাজার ব্যাগে ঠিক কী কী থাকে...

Jayita Chandra | Published : Sep 18, 2020 10:42 AM IST / Updated: Sep 18 2020, 04:13 PM IST
18
ত্বকের জেল্লাতেই বাজিমাত, জেনেনিন করিনার স্টানিং বোল্ড স্কিনের রহস্য

করিনা কাপুর মানেই তাঁর লুকের দাপটেই বাজিমাত। বরাবরই করিনা কাপুর হালকা মেকআপ করে থাকেন।

28

তাঁর গায়ের রঙ তটাই উজ্জ্বল যে মাঝে মধ্যেই শ্যুটিং ফ্লোরে করিনাতে কেবল গালে একটু টাচ করে দিলেই তা লাল হয়ে যেত। 

38

অবশেষ করে করিনাকে যখন কোনও দুঃখের সিনে অভিনয় করতে হয়, এমনিতেই তাঁর গাল ও নাক লাল হয়ে ওঠে। 

48

করিনার এই ফ্লোলেস বিউটি কীভাবে বজায় রয়েছে! প্রশ্ন করলে করিনা বলেন, তিনি দিনের অধিকাংশ সময়টাই চেষ্টা করেন মেকআপ ছাড়া থাকতে। 

58

ফ্লোরে বা কোথাও গেলে যদি মেকআপ করতে হয়, তাহলে তিনি পছন্দ করেন হালকা মেকআপ করতেই। 

68

তাঁর ব্যাগে তাই সব সময় থাকে একটি কাজল, একটি মাসকারা, একটি ফাউন্ডেশন ও টিসু। একটি লিপগ্লসও ক্যারি করেন করিনা। 

78

পাশাপাশি ত্বকে সতেজ রাখতে তেল জাতীয় খাবার তিনি খাদ্য তালিকা থেকে বাদ রাখেন। পর্যাপ্ত পরিমানে জল পান করেন। 

88


প্রতিদিন দিন নিয়ম করে যোগা ও জিম করে থাকেন করিনা। এতেই তাঁর স্টানিং লুক আরও চকচকে হয়ে ওঠে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos