'রাম তেরি গঙ্গা মেলি' ছাড়াও 'জবরদস্ত ', 'হাম তো চলে পরদেশ ','আসমান ', 'লাভার বয় ',-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। সালটা ১৯৮৩। 'এক জান হ্যায় হাম' ছবি দিয়েই রুপোলি পর্দায় পথচলা শুরু করেছিলেন রাজ কাপুর পুত্র রাজীব কাপুর। শেষবারের মতো 'জমিনদার' (১৯৯০) ছবিতে অভিনয় করতে দেখা গেছে রাজীবকে।