কান্না যেন থামছে না। এখনও অঝোরে কেঁদে চলেছেন করিনা কাপুরের বাবা রণধীর কাপুর। গত বছর ঋতু নন্দা ও ঋষি কাপুরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই মঙ্গলবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর। বছর ঘুরতে না ঘুরতেই ফের মৃত্যুশোকে আচ্ছন্ন বলিউডের কাপুর পরিবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইকে হারানোর শোকে নিজেকে বড্ড অসহায় মনে করছেন রণধীর কাপুর।
কিছুদিন আগেই বি-টাউন হারিয়েছে বলিউডের চকোলেট বয় ঋষি কাপুরকে। ঋষি কাপুরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই মঙ্গলবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর।
29
মঙ্গলবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজীব কাপুরের। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। রাজীবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবারে।
39
রাজীব কাপুরের দাদা, অভিনেতা রণধীর কাপুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'মঙ্গলবার সকালেই রাজীব হৃদরোগে আক্রান্ত হয়। এবং তড়িঘড়ি তাকে চেম্বর ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সার কোনও সুযোগ পাননি চিকিৎসকেরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই রাজীবকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা'।
49
কাপুর পরিবারে তিনি এখন বড্ড একা। প্রথমে ঋষি এবং এখন রাজীবের মৃত্যুর পর কার্যত ভেঙে পড়েছেন করিনার বাব। ভাইয়ের চৌথার পর রণধীর কাপুর যেন কান্নাই থামাতে পারছেন না।
59
রণধীর জানিয়েছেন, রাজীব কোনওদিনই সেভাবে অসুস্থ ছিলেন না। বড্ড মজার মানুষ ছিলেন। নিজের কাজ নিয়েই সবর্দা ব্যস্ত থাকতেন রাজীব। সকলের সঙ্গে মিলেমিশে থাকতেই পছন্দ করতেন।
69
রাজীবের এইভাবে চলে যাওয়াটা আজও মেনে নিতে পারছেন না রনধীর কাপুর। চিকিৎসকেরা চেষ্টা করার আগে সকলকে ছেড়ে চলে যান রাজীব।
'রাম তেরি গঙ্গা মেলি' ছাড়াও 'জবরদস্ত ', 'হাম তো চলে পরদেশ ','আসমান ', 'লাভার বয় ',-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। সালটা ১৯৮৩। 'এক জান হ্যায় হাম' ছবি দিয়েই রুপোলি পর্দায় পথচলা শুরু করেছিলেন রাজ কাপুর পুত্র রাজীব কাপুর। শেষবারের মতো 'জমিনদার' (১৯৯০) ছবিতে অভিনয় করতে দেখা গেছে রাজীবকে।
99
তিন দশক ধরে রুপোলি পর্দাতে দেখা না গেলেও 'প্রেমগ্রন্থ' নামে একটি ছবিও পরিচালনা করেছিলেন রাজীব। এছাড়াও ঋষি কাপুর পরিচালিত ছবি 'আ আব লট চলে'-র প্রযোজক এবং সম্পাদকের ভূমিকাতেও দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা রাজীব কাপুরকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।