করিনা কাপুর খান, কীভাবে কেরিয়ার ও পরিবারের পার্ফেক্ট ব্যালন্স করতে হয়, তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। একাধিকবার তাঁকে প্রশ্নে মুখে ফেলেছে পরিস্থিতি, কিন্তু কোনও কিছুি বেবোকে দমিয়ে রাখতে পারেনি।
কেরিয়ারে সাফল্যের শীর্ষে থেকে ঠিক কীভাবে সইফকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন করিনা, এই প্রশ্ন থেকে শুরু।
212
একে একে নানা বিকর্তে জড়িয়েছে করিনা কাপুরের নাম। কিন্তু কোথাও যেন কেরিয়ারকে থেকে যেতে দেননি তিনি।
312
সন্তান নেওয়ার পর অনেকেই কর্মজীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে থাকেন।
412
করিনা কাপুর ঠিক সেই পথ বেছে নিতে নারাজ। সন্তান হওয়ার পর যদি পুরুষেরা একই থাকে, কেন মহিলাদের ক্ষেত্রে বিষয়টা পাল্টে যাবে!
512
এটা ঠিকই যে দায়িত্ব অনেক বেড়ে যায়। তার মানে মোটেও এটা দাঁড়ায় না যে তাঁর গুণ কমে যাচ্ছে।
612
তৈমুর হওয়ার পরও বলিউডে কাজ করে গিয়েছেন করিনা কাপুর। দ্বিতীয় সন্তান হওয়ার পরও ফিরছেন তিনি সেটে।
712
সম্প্রতি এক রান্নার শো-তে দেখা যাবে করিনাকে। সন্তান হওয়ার পর পর্দায় ফেরা মানেই অস্বস্তি।
812
কাজ নিয়ে নয়, অস্বস্তি মানুষের মানসিকতা নিয়ে। একবার করিশ্মা ও করিনার সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বেবো।
912
সন্তান হওয়ার পর সেটে ফিরলে, প্রশ্ন ওঠে এখন কি আর আগের মত সময় দেওয়া যাবে!
1012
কেউ কেউ অপেক্ষা করে সন্তান হওয়ার পর দেখতে কেমন হল, চেহারা আগের মত আছে তো!
1112
এই ধরনের প্রশ্নই বিরক্ত করে করিনাকে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সন্তানের জন্মদেওয়াটা কখনই কাউকে পিছিয়ে দিতে পারে না।
1212
তাই সন্তান জন্মের পর সেটে ফিরলেন সইফ, তার কয়েকদিনের মধ্যেই কাজে যোগ দিলেন বেবো।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।