Published : Dec 16, 2020, 09:01 PM ISTUpdated : Dec 16, 2020, 09:12 PM IST
৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন। কয়েকদিন আগে স্পোর্টস ব্রা পরে উন্মুক্ত বেবিবাম্পের ছবি পোস্ট করে রাতারাতি নেটিজেনদের নজর কেড়েছিলেন করিনা। ফের শরীরের সঙ্গে লেগে থাকা আঁটোসাটো পোশাকে ভাইরাল হয়েছেন করিনা। পোশাকের উপর বেল্টের মধ্য দিয়েই যেন বেরিয়ে আসছে করিনার বেবিবাম্প, এমনকি নাভির আকারও স্পষ্ট ফুটে উঠছে। গর্ভাবস্থায় গ্ল্যামারাস লুকের গর্জিয়াস ছবি পোস্ট করে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন বলিউডের মম টু বি করিনা।
সদ্যই হিমাচল প্রদেশে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন করিনা। ইদানিং বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করিনা কাপুর। প্রতিনিয়তই কিছু না কিছু শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে।
210
৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর। ফের শরীরের সঙ্গে লেগে থাকা আঁটোসাটো পোশাকে ভাইরাল হয়েছেন করিনা কাপুর খান।
310
পোশাকের উপর বেল্টের মধ্য দিয়েই যেন বেরিয়ে আসছে করিনার বেবিবাম্প, এমনকি নাভির আকারও স্পষ্ট ফুটে উঠছে।
410
চেহারাতেও আমূল পরিবর্তন এসেছে অভিনেত্রীর। কয়েকদিন আগে স্পোর্টস ব্রা পরে উন্মুক্ত বেবিবাম্পের ছবি পোস্ট করে রাতারাতি নেটিজেনদের নজর কেড়েছিলেন।
গর্ভবস্থাতেও কাজ নিয়ে ব্যস্ত করিনা। এর মধ্যেই তৈমুরের যত্নও নিচ্ছেন বেবো। মাঝেমধ্যে নিজের শ্যুটিংয়েও নিজে যান তৈমুরকে।
710
প্রেগনেন্সিতেও ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার। সকলেই তার রূপে মুগ্ধ। বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুরের নজরকাড়া 'বেবিবাম্প ফ্লন্ট' মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
810
গর্ভাবস্থাকালীনও তার গ্ল্যামার কমেনি বরং বেড়েছে। তৈমুরের সময়েও করিনার ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়া ছিল, এবারও তেমনটাই হতে চলেছে। স্টাইলিশই শুধু নয়, নিজের গ্ল্যামার ধরে রাখতেও তিনি যে যথেষ্ঠ সচেতন,তা ছবিতেই স্পষ্ট।
910
অন্তঃসত্ত্বা অবস্থায় করিনার খুব যত্ন নিচ্ছেন সইফ। এমনকী শুটিং চলাকালীনও করিনার সঙ্গে দেখা গেছে সইফকে। পুরো সময়টাই করিনার পাশে রয়েছেন সইফ।
1010
সম্প্রতি ক্লিনিকের বাইরে সইফের সঙ্গে দেখা গেছে করিনাকে, তবে কী খুব শীঘ্রই আসতে চলেছে পতৌদি পরিবারের দ্বিতীয় সন্তান, বাড়ছে জল্পনা। সূত্রের খবর, রুটিন চেক আপের জন্যই হাসাপতালে গিয়েছিলেন সইফ-করিনা। এখনও পর্যন্ত ডেলিভারির তারিখ জানা যায়নি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।