করিনা কাপুরের ৪০ তম জন্মদিন। অবশ্য তাঁর গ্ল্যামার দেখে এ কথা বিশ্বাস করা বেশ কঠিন। বেবোর নাকি ৪০ বছর বয়সে পা দিচ্ছেন। তাঁর থেকে কম বয়সী অভিনেত্রীদেরও এমন গ্ল্যামার কিংবা অ্যাটিটিউড আছে কিনা সন্দেহ। সম্প্রতি নিজের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে সংবাদ শিরোনামে উঠেছেন। তিনি যে কেবল দ্বিতীবার মা হতে চলেছেন তাই নয়, এবার নিজের ৪০ তম জন্মদিন পালন করতে চলেছেন তিনি। যার গ্র্যান্ড সেলিব্রেশন এখন থেকেই শুরু হয়ে গিয়েছে করিনার বান্দ্রার বাড়িতে।
একদিন আগে থেকেই হবে জন্মদিন পালন। করিশ্মা কাপুরও তাঁর সন্তানদের নিয়ে পৌঁছে গিয়েছেন সেখানে।
310
করিশ্মাকে একটি কালো ড্রেসে দেখা গিয়েছে। তাঁর মেয়েকেও দেখা গিয়েছে কালো পোশাকে।
410
করিনাকে দুটি পোশাকে তাঁর বাড়ির নিচে ক্যামেরায় ক্যাপচার করে পাপারাৎজির দল।
510
একটি পোশাক সাদা রঙের এবং অন্যটি নীল রঙের। দুটি পোশাকেই স্পষ্ট তাঁর বেবি বাম্প।
610
একেই প্রেগনেন্সির গ্লো অন্যদিকে জন্মদিনের আগের দিন যেন আরও গ্ল্যামার বেড়ে গিয়েছে করিনার।
710
বেবোর জন্য এসে গিয়েছে কয়েক স্টেকের কেক। তাঁর বাড়িতেও পৌঁছে গিয়েছে সেই বিশেষ কেক।
810
অজস্র বেলুনও রয়েছে করিনার সারপ্রাইজের তালিকায়। রঙবেরঙের বেলুন নিয়ে এক ব্যক্তি পৌঁছে গিয়েছে বান্দ্রায়।
910
এছাড়াও বিশেষ বেলুন হল ৪০ লেখা একটি গ্যাস বেলুন। ৪০ তম জন্মদিনে সবকিছু স্পেশাল না হলে কি চলে।
1010
করিনার জন্য এই রাজকীয় সেলিব্রেশন অবশ্যই সইফ আবলি খান এবং কাপুর পরিবার মিলেই তৈরি করেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।