Published : Jul 10, 2021, 07:50 AM ISTUpdated : Jul 10, 2021, 08:10 AM IST
৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তৈমুরের ভাই আসার কয়েকদিনের মধ্যেই তৃতীয় সন্তান আসার খবর জানালেন স্বয়ং করিনা। আবারও নাকি মা হতে চলেছেন বেবো। খবরটি শুনে প্রথমে বিশ্বাস না হলেও এটাই সত্যি। নেটিজেনরা যেন কোনওভাবেই মানতে পারছেন না বিষয়টি। কী জানালেন করিনা, জানলে অবাক হবেন।
মা হওয়ার পর সদ্য কেটেছে ৫ মাস। ৬ মাসের মধ্যেই আবারও মাকি মা হতে চলেছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান।
29
তৈমুরের ভাই আসার কয়েকদিনের মধ্যেই তৃতীয় সন্তান আসার খবর জানালেন স্বয়ং করিনা।
39
আবারও মাকি মা হতে চলেছেন বেবো। খবরটি শুনে প্রথমে বিশ্বাস না হলেও এটাই সত্যি। নেটিজেনরা যেন কোনওভাবেই মানতে পারছেন না বিষয়টি।
49
খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে করিনার লেখা বই 'প্রেগন্যান্সি বাইবেল'। আর সেটাকেই নিজের সন্তান বলেছেন নায়িকা।
59
করিনা জানিয়েছেন, 'এটা একটা আলাদা জার্নি। এই বইয়ের মধ্যে দুই প্রেগন্যান্সির সমস্ত আপডেট থাকবে'।
69
করিনা আরও বলেছেন, 'কোনওদিন বিছানা ছেড়ে উঠতে পারতাম না তো কোনওদিন কাজে যাওয়ার জন্য ছটফট করতাম। শারীরিক ও মানসিক যে যে সমস্যা হয়েছে আমার তা সবই রয়েছে এই বইতে'।
79
কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন মাতৃত্বের সিদ্ধান্ত নেন করিনা। এবং তার মধ্যেই চুটিয়ে কাজও করেন।
89
২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন করিনা। সেইসময় লাল সিং চাড্ডার শুটিং করেছেন করিনা।
99
সন্তান আসার কয়েকমাসের মধ্যেই পুরোনা রোজনামচায় ফিরে একের পর এক ছবি শেয়ার করছেন করিনা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।