করিনা একজন মেয়ে হিসেবে কী চায়!
আমি মেয়ে হিসেবে খুব গর্বিত, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সন্মান পেয়েছি। আমি চেয়েছি আমার সন্তানরা ভালো থাকুক। কোনও রকমের কটুক্তি, কোনও রকমের সমালোচনা ছাড়াই তাঁরা ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক। আমি কোনও ট্যাগ চাই না।
আমার মা আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমার বাবার কাছে আমি বেশি খোলামেলা। সব সময় আমাদের সঙ্গে থেকেছে। আমার মা-বাবার মধ্যে খুব ভালো সম্পর্কের ব্যালান্স রয়েছে। তবে মা আমাদের ব্যাক বোন।