একে ডিভোর্স, তার ওপর দুই সন্তান, কেরিয়ার নষ্ট হতে পারে, বিয়ের আগে কী ভেবেছিলেন করিনা

Published : Jun 29, 2020, 11:52 AM IST

তশন ছবির পর থেকেই একে অন্যকে মন দিয়েছিলেন এই জুটি। করিনার জীবনের এত বড় সিদ্ধান্ত, অথচ বেবোর পছন্দ একজন ডিভোর্সিকে! প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। বিয়ের আগে সাত পাঁচ ভেবেও দেখেছিলেন তিনি। ঠিক কী পরিস্থিতির শিকার হতে হয় তাঁকে! 

PREV
18
একে ডিভোর্স, তার ওপর দুই সন্তান, কেরিয়ার নষ্ট হতে পারে, বিয়ের আগে কী ভেবেছিলেন করিনা

করিনা কাপুরের সঙ্গে তখন শাহিদের সম্পর্ক তুঙ্গে। এমনই সময় জীবনে আসে সইফ আলি খান। মন ভেঙে করিনা তখন হাত ধরেছিলেন সইফের। 

28

বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হতে খুব একটা বেশি সময় লাগেনি। সেখান থেকেই তড়িঘড়ি বিয়ের কথা স্থির করেছিল পাতৌদি পরিবার। 

38

তবে করিনার পরিবারের কি মত ছিল, তিনি নিজেই বা কি ভাবছিলেন! করিনার কেরিয়ার গ্রাফ তখন তুঙ্গে। কাছের মানুষেরা বুঝিয়েছিল এই সিদ্ধান্ত ভুল।

48

একে ডিভোর্স তার এরপর আবার রয়েছে দুই সম্তান, কেরিয়ার এক ধাক্কাতে ধ্বসে যাবে। অনেকেই বুঝিয়ে ছিল করিনাকে। 

58

পরিস্থিতি বুঝে ঝুঁকি নিতে দ্বিধা বোধ করেননি। ভালোবাসা, সম্পর্ক এতকিছু বুঝে হয় না। এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন করিনা। 

68

তাঁর মতে সইফকে বিয়ে করেছিলেন এক কথায় সকলের মতের বিরুদ্ধে। কিন্তু সকলের বিচারকে ভুল প্রমাণ করেছিলেন করিনা। 

78

সংসার ও কেরিয়ার বিয়ের পর দুই সমান তালে সামলেছেন বেবো। এখনও পর্যন্ত বলিউডে করিনার প্রভাব সকলের নজর কাড়ে। 

88

বিয়ে নিয়ে কোনও আফসোস তো নয়ই বরং সকলের কাছে আজ এক উদাহরণ হয়ে থেকে গিয়েছে এই জুটি।

click me!

Recommended Stories