তৃতীয় পর্যায়ের লকডাউন প্রায় শেষের পথে। লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। দীর্ঘদিনের লকডাউনে প্রত্যেকেই নিজেদের মতোন করে সময় কাটাচ্ছেন। সেলফ কোয়ারেন্টাইনে কেমন কাটছে সেলেবদের দিন তা প্রতিনিয়তই পোস্ট করছেন সেলেবরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলি অভিনেত্রী করিনা কাপুরের ফিটনেস মন্ত্র। বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই। তার উপরে কয়েকবছর আগেই মা হয়েছেন বলিউডের বেবো। তারপরও নিজেকে কীভাবে ফিট রেখেছেন অভিনেত্রী। জেনে নিন করিনার ফিটনেস সিক্রেট।