নবাব পরিবারে আনন্দ উৎসব, করিনা জন্ম দিলেন দ্বিতীয় পুত্র সন্তানের, খুশির মাঝেও কেন মনমরা ভক্তমহল

Published : Feb 21, 2021, 11:02 AM IST

জ্যোতিষীর কথায় কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা, তবে মিলল না ভবিষ্যৎবানী। অনুষ্কার বেলায় তা অক্ষরে অক্ষরে ফলে গেলেও বেবো পুত্র সন্তানেরই জন্ম দিলেন। শনিবার রাতেই নতুন দ্বিতীয় পুত্রকে স্বাগত জানালেন এই বলিউড জুটি। 

PREV
111
নবাব পরিবারে আনন্দ উৎসব, করিনা জন্ম দিলেন দ্বিতীয় পুত্র সন্তানের, খুশির মাঝেও কেন মনমরা ভক্তমহল

দ্বিতীয় সন্তানের মা হলেন করিনা কাপুর। অগাস্ট মাসেই অন্তঃসত্তা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। 

211

শনিবার রাতেই পুত্র সন্তানের জন্ম দেন এই বলিউড জুটি। মুহূর্তে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে নবাব পরিবারে। 

311

শুক্রবার থেকেই ঝড় উঠেছিল নেট দুনিয়ায়। প্রত্যেকেই অপেক্ষায় পলক গুণছিলেন কখন আসবে সুখবর। 

411

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরাল হয়ে ওঠে তৈমুর হওয়ার ছবি। 

511

আইসিউ ওয়ার্ড থেকে শুরু করে সদ্য জাতের একাধিক ছবি ছড়িয়েছিল নেট পাড়ায়। 

611

সামনে এসেছিল করিনা সইফের ঘনিষ্ট মুহূর্তের ছবিও। তবে এবার সেই আশা না করাই ভালো। 

711

সম্প্রতি করিনা ও সইফকে পথ দেখালো বিরুষ্কা। এখনও পর্যন্ত কেউ দেখেনি বিরুষ্কার কন্যা সন্তানের ছবি। 

811

এবার ঠিক একইভাবে দেখা মিলবে না সইফ করিনার দ্বিতীয় সন্তানের ছবি। এমনই নির্দেশ দেওয়া হল নবাব পরিবার থেকে। 

911

কেউ যাতে কোনও রকমভাবে ছবি তুলতে না পাড়ে, তার জন্য আগে থেকেই চুক্তি করা হয় হাসপাতালের সঙ্গে। 

1011

যার ফলে খুশির খবর মিললেও তৈমুরের ভাইকে দেখতে না পাওয়ার দুঃখই এখন সইফ করিনার ভক্ত মহলে। 

1111

তা আগলে রাখতে পারলেই আলিয়ার সংসার হয়ে উঠবে সুখের। 

click me!

Recommended Stories