জ্যোতিষীর কথায় কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা, তবে মিলল না ভবিষ্যৎবানী। অনুষ্কার বেলায় তা অক্ষরে অক্ষরে ফলে গেলেও বেবো পুত্র সন্তানেরই জন্ম দিলেন। শনিবার রাতেই নতুন দ্বিতীয় পুত্রকে স্বাগত জানালেন এই বলিউড জুটি।
আইসিউ ওয়ার্ড থেকে শুরু করে সদ্য জাতের একাধিক ছবি ছড়িয়েছিল নেট পাড়ায়।
611
সামনে এসেছিল করিনা সইফের ঘনিষ্ট মুহূর্তের ছবিও। তবে এবার সেই আশা না করাই ভালো।
711
সম্প্রতি করিনা ও সইফকে পথ দেখালো বিরুষ্কা। এখনও পর্যন্ত কেউ দেখেনি বিরুষ্কার কন্যা সন্তানের ছবি।
811
এবার ঠিক একইভাবে দেখা মিলবে না সইফ করিনার দ্বিতীয় সন্তানের ছবি। এমনই নির্দেশ দেওয়া হল নবাব পরিবার থেকে।
911
কেউ যাতে কোনও রকমভাবে ছবি তুলতে না পাড়ে, তার জন্য আগে থেকেই চুক্তি করা হয় হাসপাতালের সঙ্গে।
1011
যার ফলে খুশির খবর মিললেও তৈমুরের ভাইকে দেখতে না পাওয়ার দুঃখই এখন সইফ করিনার ভক্ত মহলে।
1111
তা আগলে রাখতে পারলেই আলিয়ার সংসার হয়ে উঠবে সুখের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।