দ্বিতীয় সন্তানের মা হলেন করিনা কাপুর। অগাস্ট মাসেই অন্তঃসত্তা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি।
শনিবার রাতেই পুত্র সন্তানের জন্ম দেন এই বলিউড জুটি। মুহূর্তে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে নবাব পরিবারে।
শুক্রবার থেকেই ঝড় উঠেছিল নেট দুনিয়ায়। প্রত্যেকেই অপেক্ষায় পলক গুণছিলেন কখন আসবে সুখবর।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরাল হয়ে ওঠে তৈমুর হওয়ার ছবি।
আইসিউ ওয়ার্ড থেকে শুরু করে সদ্য জাতের একাধিক ছবি ছড়িয়েছিল নেট পাড়ায়।
সামনে এসেছিল করিনা সইফের ঘনিষ্ট মুহূর্তের ছবিও। তবে এবার সেই আশা না করাই ভালো।
সম্প্রতি করিনা ও সইফকে পথ দেখালো বিরুষ্কা। এখনও পর্যন্ত কেউ দেখেনি বিরুষ্কার কন্যা সন্তানের ছবি।
এবার ঠিক একইভাবে দেখা মিলবে না সইফ করিনার দ্বিতীয় সন্তানের ছবি। এমনই নির্দেশ দেওয়া হল নবাব পরিবার থেকে।
কেউ যাতে কোনও রকমভাবে ছবি তুলতে না পাড়ে, তার জন্য আগে থেকেই চুক্তি করা হয় হাসপাতালের সঙ্গে।
যার ফলে খুশির খবর মিললেও তৈমুরের ভাইকে দেখতে না পাওয়ার দুঃখই এখন সইফ করিনার ভক্ত মহলে।
তা আগলে রাখতে পারলেই আলিয়ার সংসার হয়ে উঠবে সুখের।
Jayita Chandra