বেবিবাম্প নিয়ে করিনার যোগা, সোশ্যাল মিডিয়ায় ফিটনেস গোলে উষ্ণতা ছড়াচ্ছেন বেবো

বরাবরই শরীর সম্পর্কে সচেতন করিনা কাপুর। নিত্য শরীরচর্চার জন্য বেশ কিছুটা সময় বরাদ্দ করে রাখেন সইফ ঘরণী। নিজেকে ফিটরাখার পাশাপাশি এখন নতুন অতিথিরও খেয়ার রাখতে হচ্ছে মম টু বি করিনাকে। তাই জিমে যাওয়া বা ওয়েট লিফটিং নয়, যোগা করেই ফিটনেস ফাণ্ডায় মেতেছেন করিনা। 

Jayita Chandra | Published : Jan 25, 2021 2:59 PM
110
বেবিবাম্প নিয়ে করিনার যোগা, সোশ্যাল মিডিয়ায় ফিটনেস গোলে উষ্ণতা ছড়াচ্ছেন বেবো

জিরো সাইজ থেকে শুরু করে হট ফিগার, বেবোর স্টানিং লুক দীর্ঘ ২০ বছর ধরে ঝড় তুলে এসেছে বলিউডে। 

210

দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর। কিন্তু ফিগার নিয়ে কোনও কম্প্রোমাইস নয়। সেই দিকে খেয়াল রাখতেই শরীরচর্চায় মন দিয়েছেন করিনা। 

310

প্রথম সন্তান তৈমুর হওয়ার কয়েকদিনের মধ্যেই পুরোনো লুকে ফিরেছিলেন করিনা। অন্তঃসত্ত্বা হওয়ার পর করিনা বেশ স্বাস্থবতী হয়ে ওঠেন। 

410

তৈমুরের বেলাও একই ছবি ফুঁটে উঠেছিল ফ্রেমে। দ্বিতীয়বারেও করিনা বেশ ওয়েট গেইন করলেন। কিন্তু এই সময় জিম নয়।

510

মেদ ঝরানো লক্ষ্য নয় এখন বেবোর। সুস্থ থাকাটাই আসল, সেই দিকে নজর দিয়েই যোগাতে মনোনিবেশ করেছেন তিনি। 

610

লকডাউনে মা হওয়ার খবর শেয়ার করেছিলেন তিনি। লাল সিং চাড্ডা ছবির শ্যুটিং চলছিল তখন।য ফঅৎথম দিকে হালকা ওয়ার্ক আউট করতেন তিনি।

710

বাড়ির নিচেই খোলা এলাকাতে সকালে হাঁটা থেকে শুরু করে যোগা, শরীর চর্চার ছবি একাধিকবার ভাইরাল হয়ে উঠেছিল করিনার। 

810

এখন কিছু দিনের অপেক্ষা মাত্র। শীঘ্রই সুখবর আসতে চলেছে নবাব পরিবারে। তাই এখন হালকা যোগাতেই মন দিয়েছেন তিনি।

910

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতীতে ভাইরাল হয়ে উঠল। ফিটলুকে হিট বেবো, ফিটনেস ফান্ডায় তাক লাগালেন। 
 

1010

বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos