মাকে গয়না বিক্রি করতে দেখা, অর্থের জন্য অভিষেকের সঙ্গে বিয়ে ভাঙা, করিশ্মার কঠিন সময়
করিশ্মা কাপুর, বলিউডে প্রথম যে পরিবার কান্ডারি হয়ে দাঁড়ায়, সেই কাপুর পরিবারের মেয়ে। কিন্তু তাঁর জীবনের নানা অধ্যায় তাঁকে ভেঙে গড়েছে বারে বার। অর্থই তাঁর জীবনে অধিকাংশ সময় মুখ্য হয়ে দাঁড়ায়। কখনও অভাব, কখনও আবার সেই অর্থের দাপটেই সম্পর্কে ভাঙন...
Jayita Chandra | Published : Aug 19, 2020 8:32 AM / Updated: Aug 19 2020, 08:51 AM IST
কাপুর পরিবারের মেয়ে করিশ্মা, ফলে তাঁর পক্ষে অভাব দেখাটা কখনই কাম্য নয়, কিন্তু ছক ভাঙা গল্প বলতে গিয়েই ঘটে বিপত্তি।
সাধারণ কাপুর পরিবারের মেয়েরা অভিনয়ে তখন আসেনি। ফলে সেই নিয়ে কেরিয়ার তৈরির কথাও ভাবা হয় না। সংসারে কষ্ট দেখেই করিশ্মার তাই বেড়ে ওঠা।
একটা সময় মাকে সমস্ত গয়না বিক্রি করতে দেখেছেন করিশ্মা। শুধু মাত্র মেয়েদের মুখের দিকে তাকিয়ে কঠিন লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি।
সেই দিন ভোলেননি করিশ্মা। ফলে একটা সময়ের পর আর্থিক নিশ্চয়তাই তাঁর কাছে বড় হয়ে দাঁড়ায়। অভিষেক বচ্চনের সঙ্গে তখন তাঁর ভরপুর প্রেম।
স্থির হল বিয়ের দিনও। কিন্তু তারই আগে অন্য কথা বলে বসল করিশ্মার পরিবার। করিশ্মা তখন সুপারস্টার। কিন্ত অভিষেক তখন নতুন।
ফলে আর্থিক নিশ্চয়তা খুঁজতে করিশ্মার নামে সম্পত্তির বেশ কিছুটা অংশ লিখিয়ে দিতে হবে। এতেই বেঁকে বসেছিল পরিবার।
যার ফলে করিশ্মার সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যায় অভিষেকের। এরপর করিশ্মার বিয়েরও বিচ্ছেদের পথেই হাঁটে। করিশ্মার নামে অভিযোগ হেনে আর্থিক কারণই দেখানো হয়।
তবে বর্তমানে পরিস্থিতি গিয়েছে পাল্টে। এখন তিনি সিঙ্গল লাইফ চুটিয়ে উপভোগ করছেন, তবুও কঠিন পরিস্থিতির কথা আজও ভোলেননি করিশ্মা।