কেরিয়ার যখন মধ্যগগনে একের পর এক ভালো ছবি হাতে আসছে কার্তিকের, ঠিক সেই সময়ই করমে সঙ্গে বাধে বিবাদ। হঠাৎ এমন কি ঘটলো যার জন্য আগামী ছবি থেকে বাদ পড়তে হলো তাকে।
অবাক কান্ড হলেও এটাই সত্যি, বলিউডে পা রেখে অনেকেই নেপোটিজম নিয়ে মুখ খুললেন জানান স্বজনপোষণের কথা।
তবে কার্তিকের ক্ষেত্রে ঠিক সেই ছবিটা ধরা পড়েনি। একের পর এক ভালো ছবির প্রস্তাব পেয়েছেন তিনি।
অভিনয়গুণে সকলের মন জয় করেছেন, যার ফলে ভালো ছবির অফার তার কাছে আসা টা অস্বাভাবিক নয়।
আর কার্তিকের সেই ট্রেন্ড লক্ষ্য করি তাকে দোস্তানা ছবির প্রস্তাব দিয়েছিলেন করন।
তবে হঠাৎ সেই ছবি থেকে বাদ কেন বললেন কার্তিক, বিষয়টা একটু খোলসা করে বলা যাক।
ছবির প্রস্তাব গ্রহণ করলেও ছবির বেশ কিছু অংশে গল্প পাল্টানোর আর্জি জানিয়ে ছিলেন কার্তিক। বেশ কিছু জায়গা তার পছন্দ হয়নি।
এই নিয়ে আপত্তি জানালে শুরু হয় প্রাথমিকভাবে বচসা। সেই নিবন্ধনে পৌঁছে যায় যখন কার্তিক সিডিউল নিয়ে কথা বলেন।
একের পর এক ছবি কেডেট দিলেও তিনি ডেট দিতে পারছিলেন না করণ জোহরকে। এতে রেগে গেলেন করেন। এবং স্থির করলেন তাকে ছবি থেকে বাদ রাখাই শ্রেয়।
তবে তার পরিবর্তে কে এখনো পর্যন্ত তা স্থির করা হয়নি। তবে শুনে যাচ্ছে ভিকি কিংবা রাজকুমারকে পাওয়া যেতে পারে এই ছবিতে।