প্রথম করবা চৌথে মৌনিকে আদরে-চুমুতে ভরালেন সূরজ, বঙ্গতনয়ার রূপের ছটায় চোখ ফেরানো দায়

বিয়ের পর প্রথম করবা চৌথ। স্বামী সূরজের জন্য উপবাস রেখেছিলেন বঙ্গতনয়া মৌনি রায়।  দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌনি রায়। বেশ ধুমধাম করেই করবা চৌথের অনুষ্ঠান পালন করেছেন বলি অভিনেত্রী মৌনি রায়। এটি এমনই একটা অনুষ্ঠান যেদিন বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে থাকেন। গোটা বছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন  বিবাহিত মহিলারা। সারা দিন নির্জলা উপোস করে এই দিনটি পালন করেন মহিলারা। সারা দিনভর উপোস থেকে রাতের বেলা আকাশের চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করলেন মৌনি। করবা চৌথে মৌনিকে আদরে-চুমুতে ভরিয়ে দিলেন সূরজ, ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ছবি।

Riya Das | Published : Oct 14, 2022 10:19 AM
110
প্রথম করবা চৌথে মৌনিকে আদরে-চুমুতে ভরালেন সূরজ, বঙ্গতনয়ার রূপের ছটায় চোখ ফেরানো দায়


বলি তারকাদের মধ্যে অনেকেই করবা চৌথ পালন করেন নিজ নিজ স্টাইলে। বিয়ের পর প্রথম করবা চৌথ নিষ্ঠার সঙ্গে পালন করলেন মৌনি রায়। বিয়ের পর প্রথম করবা চৌথ। স্বামী সূরজের জন্য উপবাস রেখেছিলেন বঙ্গতনয়া মৌনি রায়।   

210


বেশ ধুমধাম করেই করবা চৌথের অনুষ্ঠান পালন করেছেন বলি অভিনেত্রী মৌনি রায়। এটি এমনই একটা অনুষ্ঠান যেদিন বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে থাকেন। গোটা বছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন  বিবাহিত মহিলারা।

310

সারা দিন নির্জলা উপোস করে এই দিনটি পালন করেন মহিলারা। মৌনিও উপবাস রেখেছিলেন স্বামী সূরজের জন্য। সারা দিনভর উপোস থেকে রাতের বেলা আকাশের চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করলেন মৌনি। 

410

প্রথম করবা চৌথের অনুষ্ঠানে সোনালি রঙের শাড়িতে নিজেকে সাজিয়েছেন মৌনি রায়। সিঁথিতে সিঁদুর, কানে ভারী দুল,হাত ভর্তি লাল চুড়ি, মাথায় খোপায় গোজা লাল গোলাপ। লাস্যময়ী মৌনিকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। সাদা পাঞ্জাবিতে দেখা গেছে সূরজকে।

510


করবা চৌথের দিন স্ত্রী মৌনিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সূরজ নাম্বিয়ার। আদুরে চুমুতে ভরিয়ে দিয়েছেন মৌনিকে। ভালবেসে স্ত্রীর গালে চুমু এঁকে দিয়েছেন সূরজ।  মৌনি ও সূরজের করবা চৌথের ছবি নেটদুনিয়ার হটকেক।
 

610

নিজের সোশ্যাল মিডিয়ায় আদুরে মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মৌনি রায়। যার ক্যাপশনে লেখা, যার সঙ্গে সবচেয়ে খুশি থাকি। মৌনির এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।  লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া।

710

বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে মাতোয়ারা বি-টাউন তথা অনুরাগীরা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  বলিপাড়ার হট হ্যাপেনিং কাপল সর্বদাই শিরোনামে থাকেন।  সময় পেলেই স্বামী সূরজের সঙ্গে সময় কাটাতে দুবাইতে চলে যান মৌনি রায়। নিজের অবসর যাপনের ছবি ভক্তদের সঙ্গেও শেয়ার করেন মৌনি রায়। ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার মৌনির। 

810

কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন-সব পোশাকেই  ভক্তদের মাতিয়ে রাখেন বাঙালি কন্যা মৌনি রায়।   বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি। যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী।  মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। এককথায় বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা।

910


মৌনি রায় মানেই উষ্ণতার হাতছানি।  যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মৌনি ভক্তদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত।  ফ্যানবেস কীভাবে ধরে রাখতে হয় তাতেও বেশ পটু মৌনি  । কিছু না কিছু করে দর্শকদের নজরে রয়েছেন মৌনি রায়। টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী।  তার ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভক্তেরা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে উষ্ণ ছবি শেয়ার করে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত অভিনেত্রী।

1010

 ২০১৯ সাল থেকেই সম্পর্কে ছিলেন মৌনি ও সূরজ । দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌনি রায়। দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের  রিয়েল এস্টেটের  ব্যবসা রয়েছে। মৌনির আদি শ্বশুরবাড়ি বেঙ্গালুরুতে তবে কাজের সূত্রে দুবাইতে থাকেন সূরজ। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos