তা নিয়ে নানান মিম থেকে শুরু করে ট্রোলের পর অবশেষ সেই সংবাদেই সিলমোহর এই জুটির। হাজারো কড়াকড়ি বিয়ে ঘিরে, সন্ধ্যের পর এক মাত্র ছবি সামনে এসেছিল, দুর থেকে তোলা, ক্যাট ও ভিকি পাশাপাশি হাঁটছেন, তা নিয়েই মেতে ছিল ভক্তমহল। তবে এবার নিজেই সকলের কৌতুহল মেটালেন এই সেলেব।