ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের হাই প্রোফাইল বিয়ের দিকেই নজর আটকে সকলের। গত কয়েকদিন ধরেই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । চরম গোপনীয়তা বজায় রেখেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ( Vicky kaushal) ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif)। কারণ একটাই বিয়ের কোনও ছবি ও ভিডিও যাতে বাইরে ফাঁস না হয়।
210
তারপরও ভিকি-ক্যাটের বিয়ে সংক্রান্ত খবরে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। একের পর এক খবরে বলিপাড়া সরগরম থাকলে নিজেদের বিয়ে নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি এই সেলেব জুটি। এবার বিয়ের আগেই কড়া নিরাপত্তার মধ্যেও ফাঁস হয়ে হলে ভিকি-ক্যাটের বিয়ের কার্ড।
এবার বিরুষ্কা, সইফিনা, দীপবীরের মতো তারকা জুটির দলে নাম লেখাতে চলেছেন ভিক্যাট (Vicky Kaushal-Katrina Kaif wedding)। বিয়ের পরই যে তারাও অন্যান্য তারকা জুটির মতো কোটি টাকার পারিশ্রমিক বাড়াত চলেছেন, এবং তাদেরও বিপণনযোগ্য ব্র্যান্ড সত্ত্বা যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, তা ভালই টের পাওয়া যাচ্ছে।
510
বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের ঝলক আগও রয়েছে বলিউডে (Vicky Kaushal-Katrina Kaif wedding)। এবং সেই গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে সর্বদাই নজর থাকে বিজ্ঞাপনদাতাদের। তারা সেই নবদম্পতিকে নিজেদের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করতে চায়। এবং বলি অভিনেতারাই এখন জনপ্রিয় ব্র্যান্ডের ব্র্যান্ড আম্বাসাডর।
610
সম্প্রতি 'ভিভো'-র বিজ্ঞাপনে দেখা গেছে বিরাট ও অনুষ্কাকে(Virushka)। আবার 'লয়েড এয়ার কন্ডিশনার'-এর বিজ্ঞাপনে দেখা গেছে রণবীর ও দীপিকা পাড়ুকোনকে (Dipveer)। এবার ভিকি-ক্যাটরিনার ক্ষেত্রেও যে এমনটা হতে চলেছে তা বোঝাই যাচ্ছে যা তাদের কেরিয়ারের অন্য দিকে খুলে দেবে (Vicky Kaushal-Katrina Kaif wedding)।
710
বর্তমান সময়গুলিতে সমস্ত ব্র্যান্ডগুলি ফ্রেশ মুখ খুঁজছেন। এবং বেশ কিছু ব্র্যান্ড হয়তো এখন থেকেই নবদম্পতিকে দিয়ে নিজেদের ব্র্যান্ডের কাজে লাগাতে চাইছেন (Vicky Kaushal-Katrina Kaif wedding) এবং বেশি পারিশ্রমিকেও তারা কাজ করাতে আগ্রহী। এবং তারকারাও এই সুযোগকে কাজে লাগিয়ে একলাফে নিজেদের পারিশ্রমিককেও বাড়িয়ে নিচ্ছেন।
810
বিয়ের আগে ভিকি কৌশলের পারিশ্রমিক প্রতি বছর ১ কোটি টাকার কম ছিল, এবং ক্যাটরিনার পারিশ্রমিক ছিল প্রায় ১.৫-২ কোটি টাকা। তবে বিয়ের পর যে ভিক্যাট জুটির পারিশ্রমিক একলাফে বাড়তে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই (Vicky Kaushal-Katrina Kaif wedding) বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে ৩-৫ কোটি টাকা পারিশ্রমিক হাঁকাতে পারেন ভিক্যাট জুটি, তেমনটাই মনে করা হচ্ছে।;
910
ইতিমধ্যেই ভিকি-ক্যাটের রাজকীয় বিয়েতে সামিল হতে একে একে মুম্বই ছাড়ছেন বলিউড তারকারা (Vicky Kaushal-Katrina Kaif wedding) । সকলেরই গন্তব্যই রাজস্থান। শুক্রবার সকালেই পুরো পরিবারের সঙ্গে এয়ারপোর্টে দেখা গিয়েছে পরিচালক কবীর খানকে। এছাড়াও করণ জোহর, ফারহা খান, নিত্যা মেহরা,অমিত ঠাকুর, নেহা ধুপিয়া , অঙ্গদ বেদি সহ আরও অনেকেই ধরা দিয়েছেন পাপারাৎজির ক্যামেরায়।
1010
সূত্রের খবর, শাহরুখ খান থেকে অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, অনুষ্কা শর্মা, রোহিত শেট্টি, বিরাট কোহলিরও বিয়েতে উপস্থিতের (Vicky Kaushal-Katrina Kaif wedding) সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওয়েডিং প্ল্যানাররা ভিভিআইপি অতিথিদের জন্য ৮ থেকে ১০ টি টেন্ট বুক করেছেন, যার প্রতি রাতের ভাড়া ৭০,০০০ টাকা থেকে শুরু। তবে ক্যাট-ভিকি বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া আর কোনও সহ অভিনেতারা থাকবেন কি না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।