Published : Feb 26, 2020, 01:39 PM ISTUpdated : Feb 26, 2020, 01:41 PM IST
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার ধরে রাখার জন্য অভিনেতা-অভিনেত্রীদের কত কিছুই না করতে হয়। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কবিতা কৌশিকও সেই তালিকায় রয়েছেন । এফআইআর খ্যাত এই অভিনেত্রীর এহেন লুক দেখে চক্ষু চড়কগাছ হয়েছে প্রত্যেকেরই। কখনও সানবাথ নিচ্ছেন তো কখন সমুদ্রে বিচের উপর শুয়ে যোগাসন করছেন আবার কখনওবা বিকিনি পরে ফোটোশ্যুটে মজেছেন। টেলি সিরিয়ালের জনপ্রিয়তার পাশাপাশি নিজের হট লুকের ছবিও শেয়ার করে রীতিমতো ভাইরাল হয়েছেন অভিনেত্রী। বিকিনি পরে যোগাসনে পোজ দিয়ে লাইমলাইটের শীর্ষে রয়েছেন অভিনেত্রী। দেখে নিন উষ্ণতা মাখানো ছবিগুলি।