বিকিনি পরে যোগাসনে পোজ, সমুদ্রের পাড়ে উষ্ণতা মাখানো ছবি পোস্ট করে ভাইরাল এই অভিনেত্রী

Published : Feb 26, 2020, 01:39 PM ISTUpdated : Feb 26, 2020, 01:41 PM IST

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার ধরে রাখার জন্য অভিনেতা-অভিনেত্রীদের কত কিছুই না করতে হয়। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কবিতা কৌশিকও সেই তালিকায় রয়েছেন । এফআইআর খ্যাত এই অভিনেত্রীর এহেন লুক দেখে চক্ষু চড়কগাছ হয়েছে প্রত্যেকেরই। কখনও সানবাথ নিচ্ছেন তো কখন সমুদ্রে বিচের উপর শুয়ে যোগাসন করছেন আবার কখনওবা বিকিনি পরে ফোটোশ্যুটে মজেছেন। টেলি সিরিয়ালের জনপ্রিয়তার পাশাপাশি নিজের হট লুকের ছবিও শেয়ার করে রীতিমতো ভাইরাল হয়েছেন অভিনেত্রী। বিকিনি পরে যোগাসনে পোজ দিয়ে লাইমলাইটের শীর্ষে রয়েছেন অভিনেত্রী। দেখে নিন উষ্ণতা মাখানো ছবিগুলি।  

PREV
111
বিকিনি পরে যোগাসনে পোজ,  সমুদ্রের পাড়ে উষ্ণতা মাখানো ছবি পোস্ট করে ভাইরাল এই অভিনেত্রী
একের পর এক হট পোশাকে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন কবিতা কৌশিক।
211
বিকিনি পরে নজরকাড়া যোগাসনের ছবি পোস্ট করে রাতারাতি ভাইরাল হয়েছেন অভিনেত্রী।
311
সমুদ্রের পাড়ে সানবাথ নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
411
যোগাসন নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার নাম।
511
টেলি সিরিয়াল এফআইআর-এর চন্দ্রমুখীর এই লুক দেখে রীতিমতো চমকে গেছেন দর্শকরা।
611
প্রতিটি ছবিতেই দুরন্তভাবে পোজ দিয়েছেন অভিনেত্রী।
711
মুহূর্তের মধ্যে হু হু করে বাড়ছে লাইক আর কমেন্টের সংখ্যা।
811
নিজের ফিটনেস নিয়ে বরাবরই সচেতন অভিনেত্রী। সাদা বিকিনির এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
911
মাঝেমধ্যেই নিজের ফিটনেসের ছবি, ভিডিও নিজের সোশ্যালে শেয়ার করেন অভিনেত্রী।
1011
ঘুরতে যেতেও ভীষণ ভালবাসেন অভিনেত্রী। যা তার ছবিতেই স্পষ্ট।
1111
নিজেকে ফিট রাখার মূলমন্ত্র হল যোগাসন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories