ব্রেকআপের গুঞ্জনকে তুড়ি, হাতে হাত ধরেই আদুরে প্রেমে মজলেন সিদ্ধার্থ- কিয়ারা

বলিউডের প্রেম এবং বিচ্ছেদ ওতপ্রোতভাবে জড়িত। কখন যে প্রেম হচ্ছে আর কখন যে প্রেম ভাঙছে তা বোঝা মুশকিল। বলিউডের অন্দরে কান পাতলেই কিয়ারা ও সিদ্ধার্থর ব্রেক আপ নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। আপাতত সিদ্ধার্থ ও কিয়ারার আলাদা হওয়ার খবর সারা রাষ্ট্রে যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।  বলিপাড়া সূত্রে জানা গিয়েছে, ব্রেক আপের পর একদমই মন ভাল নেই সিদ্ধার্থর। এবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন শেরশাহ জুটি। সম্প্রতি অর্পিতা খান শর্মার ইদের পার্টিতেই একসঙ্গে পোজ দেন সিদ্ধার্থ  ও কিয়ারা। হাতে হাতে ধরে ব্রেক আপের চর্চায় ইতি টানলেন সিদ্ধার্থ ও কিয়ারা। ছবি দেখেই খুশিতে আপ্লুত ফ্যানেরা।

Riya Das | Published : May 5, 2022 2:11 PM
111
ব্রেকআপের গুঞ্জনকে তুড়ি, হাতে হাত ধরেই আদুরে প্রেমে মজলেন  সিদ্ধার্থ- কিয়ারা


বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। বলিউডের অন্দরে কান পাতলেই শেরশাহ জুটির সিদ্ধার্থ ও কিয়ারা ব্রেক আপের খবর নিয়ে  জোর জল্পনা শুরু হয়েছিল। সূত্র থেকে শোনা গেছিল, সিদ্ধার্থ ও কিয়ারা আদবানিও নাকি বিচ্ছদের সিদ্ধান্ত নিয়েছেন।

211


বলিউডের অন্যতম হট হ্যাপেনিং জুটির বিচ্ছেদের খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। দুজনেই নাকি প্রেমে ইতি টেনেছেন, এমনটাই ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছিল। রিল থেকে রিয়েল বলিউড ফ্যানেদের পছন্দের জুটি সিদ্ধার্থ-কিয়ারা এবার ব্রেক আপের সিদ্ধান্ত নিয়েছেন। যা শুনেই মন খারাপ হয়েছিল ভক্তদের।

311

সিদ্ধার্থ ও কিয়ারা একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি থেকে বাবা-মায়ের সঙ্গে লাঞ্চ ডেট সব ছবিই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে আর পথচলা হল না। বলিউডের অন্যতম সুপারহিট জুটির এই সিদ্ধান্ত মন খারাপ হয়েছিল ভক্তদের।
 

411


গতবছরেই সিদ্ধার্থ ও কিয়ারার ছবি শেরশাহ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল।  এই ছবিতে যেমন তাদের রসায়ন নজর কেড়েছিল তেমনই রিয়েল লাইফেও তাদের মাখোমাখো কেমিস্ট্রি নিয়ে উত্তেজনার শেষ ছিল না ভক্তদের।

511

উত্তেজনা জিঁইয়ে রেখে এবার খুশির খবর শোনালেন সিদ্ধার্থ-কিয়ারা। এবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন শেরশাহ জুটি। সম্প্রতি অর্পিতা খান শর্মার ইদের পার্টিতেই একসঙ্গে পোজ দেন সিদ্ধার্থ  ও কিয়ারা। হাতে হাতে ধরে ব্রেক আপের চর্চায় ইতি টানলেন সিদ্ধার্থ ও কিয়ারা। ছবি দেখেই খুশিতে আপ্লুত ফ্যানেরা।

611

পাপারাৎজির ক্যামেরায় আলাদা আলাদা পোজ দেন সিদ্ধার্থ ও কিয়ারা। তারপরেই ভিতরে ঢোকেন তারা। পার্টিতে ঢোকার সময় হতবাক হয়ে সিদ্ধার্থর দিকে তাকিয়ে ছিলেন কিয়ারা আদবানি। 

711


 কালো রঙের কুর্তা পাজামায় দেখা গিয়েছে সিদ্ধার্থকে  এবং সাদা ও ধূসর রঙের টপ ও প্যান্ট  সঙ্গে একটি শার্গ পরে দেখা গিয়েছে কিয়ারার। পার্টিতে ঢোকার আদেই কিয়ারার কোমরে হাত রাখেন সিদ্ধার্থ, যা দেখেই  যেন হাঁফ ছেড়ে বাঁচল ফ্যানেরা।
 

811


সিদ্ধার্থ ও কিয়ারার  এই ছবি ছড়িয়ে পড়েছে দুরন্ত গতিতে। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। নেটিজেনদর একজন লিখেছেন,  ফালতু যতসব গসিপ রটায় মিডিয়া। এবার তাড়াতাড়ি বিয়েটা সেরে নিন। অন্য একজন নেটিজেন লেখেন, এবার গুঞ্জনের শেষ তো, মুখে ঝামা ঘষে দিল তো।
 

911

এবার সিদ্ধার্থর ব্রেক আপ নিয়ে জোর চর্চা বন্ধ হয়ে গেছে। যদিও কোনওদিনও নিজেদের সম্পর্কে শিলমোহর দেননি সিদ্ধার্থ ও কিয়ারা।  শেরশাহ জুটির লাভলাইভ যেন বি-টাউনের ওপেন সিক্রেট। 

1011


কিছুদিন আগেই নিউ ইয়ার উদযাপনে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন বলিপাড়ার লাভবার্ডস  কিয়ারা-সিদ্ধার্থ।  তবে বেশ কিছুদিন ধরে তাদের আর একসঙ্গে দেখা যাচ্ছে না। এই নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। এবার সমস্ত জল্পনায় জল ঢাললেন হিট জুটি। 

1111


চলতি বছরের শুরুতেও রাজস্থানে সফরে একসঙ্গে গিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। এমনকী ফেব্রুয়ারি মাসেও অ্যাওয়ার্ড সেরেমনির মঞ্চেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। তারপর থেকে বেশ কিছুদিন একসঙ্গে দেখা যায়নি, যার ফলেই ব্রেক আপের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সকলের মুখ বন্ধ করে দিলেন তারা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos