Published : Aug 25, 2020, 05:20 PM ISTUpdated : Aug 25, 2020, 05:59 PM IST
স্টার হোক বা খেলোয়ার, অনেকেই রয়েছেন যাঁরা বিভিন্ন সংস্কারে বিশ্বাস করেন। কী করলে মিলবে সাফল্য, কোন পাথরে ভাগ্য খুলবে, এমন নানা গল্প জড়িয়ে থাকে সেলেব মহলের নামের সঙ্গে। তেমন বলিউডের এক রহস্য হল ফাঁস। সেরার তালিকাতে থাকা এই দশ অভিনেতার ভাগ্য ফিরিয়েছে কী!
সকলেরই মধ্যে একটাই মিল, কেরিয়ারে সাফল্যের জন্য নানা কারণে তাঁরা বদলে ফেলেছিলেন নিজেদের নাম। অক্ষয় কুমারের নাম ছিল রাজিব হারিয়োম ভাটিয়া।
210
অজয় দেবগণের বলিউডে পা রাখার আগে নাম ছিল বিশাল দেবগণ। যা তিনি পরবর্তীতে পাল্টে ফেলেন। কারণ তিনি মনে করেছিলেন তাঁর নামটা খুব কমন।
310
টাইগার শ্রফ, তিনিও হেঁটে ছিলেন তাঁর বাবার পথেই। জ্যাকি শ্রফ বদলেছিলেন নিজের নাম। টাইগারের নাম ছিল হেমন্ত শ্রফ। ছোটবেলার তাঁর কামড়ানোর স্বভাবের জন্যই এই নাম রাখা।
410
সইফ আলি খান, তাঁর নাম ছিল সাজিদ আলি খান। সেখান থেকেই নাম পাল্টে রাখা হয়েছিল সইফ।
510
আয়ুষ্মানের নাম একবার না, দুবার প্লাটানো হয়ে, কুষ্টি মিলিয়ে সাফল্যের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। তাঁর আগের নাম ছিল নিশান্ত খুরানা।
610
ববি দেওয়লের নাম আগে ছিল বিজয় সিং দেওয়ল, সানি দেওয়ালের আগের নাম ছিল অজয় সিং দেওয়ল।
710
চাঙ্কি পান্ডের বলিউডে ডেবিউ করার পরই তাঁর নাম পাল্টানো হয়। নাম ছিল অভিনেতার সুরেশ সারদা পান্ডে।
810
জনি লিভারের নাম ছিল বেজায় বড়। তাঁর আগের নাম ছিল জন প্রকাশ রাও ঝানুওয়ালা।
910
মিঠুন চক্রবর্তী, যাঁর আগের নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। ছবির জগতে পা রেখে তা পাল্টে ফেলা হয়।
1010
জ্যাকি শ্রফের আগের নাম ছিল জয় কৃষ্ণ কাকুভাই শ্রফ। যা খুব পুরোনো দিনের বলে মনে করতেন অভিনেতা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।