স্টার হোক বা খেলোয়ার, অনেকেই রয়েছেন যাঁরা বিভিন্ন সংস্কারে বিশ্বাস করেন। কী করলে মিলবে সাফল্য, কোন পাথরে ভাগ্য খুলবে, এমন নানা গল্প জড়িয়ে থাকে সেলেব মহলের নামের সঙ্গে। তেমন বলিউডের এক রহস্য হল ফাঁস। সেরার তালিকাতে থাকা এই দশ অভিনেতার ভাগ্য ফিরিয়েছে কী!