অক্ষয় থেকে সইফ,টাইগার, এই দশ তারকার ভাগ্য ফিরিয়েছে একটাই মন্ত্র, রহস্য ফাঁস

স্টার হোক বা খেলোয়ার, অনেকেই রয়েছেন যাঁরা বিভিন্ন সংস্কারে বিশ্বাস করেন। কী করলে মিলবে সাফল্য, কোন পাথরে ভাগ্য খুলবে, এমন নানা গল্প জড়িয়ে থাকে সেলেব মহলের নামের সঙ্গে। তেমন বলিউডের এক রহস্য হল ফাঁস। সেরার তালিকাতে থাকা এই দশ অভিনেতার ভাগ্য ফিরিয়েছে কী! 

Jayita Chandra | Published : Aug 25, 2020 11:50 AM IST / Updated: Aug 25 2020, 05:59 PM IST
110
অক্ষয় থেকে সইফ,টাইগার, এই দশ তারকার ভাগ্য ফিরিয়েছে একটাই মন্ত্র, রহস্য ফাঁস

সকলেরই মধ্যে একটাই মিল, কেরিয়ারে সাফল্যের জন্য নানা কারণে তাঁরা বদলে ফেলেছিলেন নিজেদের নাম। অক্ষয় কুমারের নাম ছিল রাজিব হারিয়োম ভাটিয়া। 

210

অজয় দেবগণের বলিউডে পা রাখার আগে নাম ছিল বিশাল দেবগণ। যা তিনি পরবর্তীতে পাল্টে ফেলেন। কারণ তিনি মনে করেছিলেন তাঁর নামটা খুব কমন।  

310

টাইগার শ্রফ, তিনিও হেঁটে ছিলেন তাঁর বাবার পথেই। জ্যাকি শ্রফ বদলেছিলেন নিজের নাম। টাইগারের নাম ছিল হেমন্ত শ্রফ। ছোটবেলার তাঁর কামড়ানোর স্বভাবের জন্যই এই নাম রাখা। 

410

সইফ আলি খান, তাঁর নাম ছিল সাজিদ আলি খান। সেখান থেকেই নাম পাল্টে রাখা হয়েছিল সইফ। 

510

আয়ুষ্মানের নাম একবার না, দুবার প্লাটানো হয়ে, কুষ্টি মিলিয়ে সাফল্যের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। তাঁর আগের নাম ছিল নিশান্ত খুরানা।

610

ববি দেওয়লের নাম আগে ছিল বিজয় সিং দেওয়ল, সানি দেওয়ালের আগের নাম ছিল অজয় সিং দেওয়ল।

710

চাঙ্কি পান্ডের বলিউডে ডেবিউ করার পরই তাঁর নাম পাল্টানো হয়। নাম ছিল অভিনেতার সুরেশ সারদা পান্ডে।

810

জনি লিভারের নাম ছিল বেজায় বড়। তাঁর আগের নাম ছিল জন প্রকাশ রাও ঝানুওয়ালা। 

910

মিঠুন চক্রবর্তী, যাঁর আগের নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। ছবির জগতে পা রেখে তা পাল্টে ফেলা হয়। 

1010

জ্যাকি শ্রফের আগের নাম ছিল জয় কৃষ্ণ কাকুভাই শ্রফ। যা খুব পুরোনো দিনের বলে মনে করতেন অভিনেতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos