কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন কিয়ারা, বি-টাউনের নয়া রোমান্সে জল্পনা তুঙ্গে

বি-টাউনের কান পাতলেই কানাঘুষো প্রেমের খবর একাধিক মেলে। কে কার সাথে ডেটিং করছে, কে কোথায় ক্যামেরাবন্দি কিভাবে সেলিব্রেট চুপিসারে ভ্যাকেশন ট্রিপে পাড়ি দিচ্ছে তাও ফাঁস হয়ে যায় পাপারাজ্জিদের দাপটে। এবার সেই তালিকায় নাম লেখালেন কিয়ারা।
 

Jayita Chandra | Published : Mar 18, 2021 10:46 AM
111
কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন কিয়ারা, বি-টাউনের নয়া রোমান্সে জল্পনা তুঙ্গে

বলিউডের প্রথম ছবি করার পরে নজর কেড়েছিলেন কিয়ারা। স্টানিং লুকই দিয়েছিল প্রমাণ, তিনি যেন নবাগতা নন। বিশ্বাস করতেই হয় বেজায় সমস্যা। 

211

পর্দায় প্রথম উপস্থিতি সুপারস্টারের মতোই ছিল নজরকাড়া। সুশান্ত শাহিদ থেকে শুরু করে অক্ষয়, তার নায়ক এর লিস্ট অফ বেশ রঙিন।

311

একের পর এক ছবি সুপারহিট। ইতিমধ্যেই মুক্তি পাওয়া কিয়ারের একাধিক ছবি খবরের শিরোনামে জায়গা করে নেওয়ায় সকলকে টেক্কা দিয়ে এখন তিনি ভাইরাল।

411

দিনে দিনে হটনেস যেন আরো ঝরে পরছে কিয়ারার লুক থেকে। তবে তাঁর ব্যক্তিগত জীবনের রহস্যটা কি।

511

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা নন কিয়ারা। প্রকাশ্যে এই বিষয়ে তাকে সহজে কথা বলতে শোনা যায় না।

611

যদিও বিটাউনে এখন নতুন জল্পনা। কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন কিয়ারা মিলল এবার সেই ইঙ্গিত।

711

সম্প্রতি তিনি শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন শেরশাহ ছবিতে। সেখানেই তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা।

811

শুটিং সেটেই নাকি ঘনিষ্ঠ হয়ে ওঠে তাদের সম্পর্ক। তা অনেকেরই নজরে এসেছে।

911

এরপর এই দুটি স্টারকে একসঙ্গে অনেক জায়গাতেই দেখা গিয়েছে ব্যক্তিগত মুহুর্ত শেয়ার করতে। নিজেই আবার বলেছিলেন একবার, তার জীবনে কিছু একটা চলছে।

1011

দু মাস আগেই মলদ্বীপে চুপিসারে ছুটি কাটিয়ে ফিরেছেন কিয়ারা। সেখানে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। 

1111

যার ফলে বর্তমানে কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্ক বি-টাউনের হট টপিক হয়ে দাঁড়িয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos