উপচে পড়া এনার্জি, সুশান্ত-কৃতির সম্পর্কের ম্যাজিক, বার্থডে পার্টিতে নজর কেড়েছিল

রাবতা ছবির সেটেই ঝড় তুেলছিলেন েই তুই তারকা। সুশান্ত সিং রাজপুত ও কৃতির মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা গভীর তা স্পষ্ট হয়েছিল ২০১৭ সালেই। তাঁরা এক সঙ্গে বেশ ভালোই ছিলেন এবার খোলসা করলেন অভিনেত্রী লিজা। 

Jayita Chandra | Published : Sep 19, 2020 8:50 AM IST
19
উপচে পড়া এনার্জি, সুশান্ত-কৃতির সম্পর্কের ম্যাজিক, বার্থডে পার্টিতে নজর কেড়েছিল

অভিনেত্রী লিজা মালিকের সঙ্গে সুশান্তের শেষ কথা হয়েছিল আড়াই বছর আগে। সুশান্তের সঙ্গে সেই শেষ দেখা।

29

তখনই লক্ষ্য করেছিলেন অভিনেত্রী লিজা, সুশান্ত ও কৃতির মধ্যে থাকা সম্পর্ক ঠিক কতটা গভীর ছিল। 

39

সে যেন এক অন্য সুশান্ত। কৃতির বার্থডে পার্টি। সুশান্ত ব্যস্ত ছিলেন অতিথি আপ্যায়নে। 

49

একইভাবে ব্যাস্ত ছিলেন খোদ কৃতিও। পার্টিতে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও সুশান্ত ও কৃতিকে দেখেই বোঝা গিয়েছিল তাঁরা কতটা ভালো রয়েছে।

59

এ যেন এক অন্য সুশান্ত। ভরপুর তাঁর এনার্জি। সকলের সঙ্গে আনন্দে দাপিয়ে বেড়াচ্ছিলেন তিনি। 

69

মজা করা থেকে শুরু করে পার্টিতে সামিল সকলকে আনন্দ দেওয়া, এক কথায় বলতে গেলে তিনি ছিলেন পার্টির প্রাণ কেন্দ্র। 

79

সুশান্ত ও কৃতি প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা প্রকাশয়ে নিয়ে এলেও তা টের পেতেন সকলেই। 

89

পর্দায় রাবতা খুব একটা সাফল্যের মুখ দেখেনি ঠিকই, কিন্তু এই জুটির সমীকরণ প্রতিটা ফ্রেমে ধরা পড়েছিল। 

99

প্রকাশ্যে কোনও দিন নিজেদের সম্পর্কের কথা না জানালেও সুশান্ত মারা যাওয়ার পর কৃতি লিখেছিলেন তাঁর হৃদয়ের একটা টুকরো চলে গেল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos