বেরিয়ে এল বক্ষের একাংশ, 'হাই থাই স্লিটে' কৃতির হাইভোল্টেজে নিজেকে সামলাতে পারলেন না অমিতাভ

Published : Mar 27, 2021, 05:30 PM ISTUpdated : Mar 27, 2021, 05:35 PM IST

বলি অভিনেত্রী কৃতি শ্যানন গরমে উষ্ণতা বাড়াতে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন। হাই থাই স্লিটে চুঁইয়ে পড়ছে ভরা যৌবন। বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে ম্যাক্সি ড্রেসে উষ্ণতার পারদ চড়ালেন কৃতি। সামার ফ্যাশনে কৃতির বোল্ড অবতার নজর কেড়েছে ভক্তদের, তবে শুধু ভক্তরাই নয়, কৃতির হাইভোল্টেজে নিজেকে আর সামলাতে পারলেন না বিগ বি। কৃতির স্টাইলিশ লুকে মুগ্ধ হয়ে প্রশংসায় পঞ্চমুখ খোদ অমিতাভ বচ্চন।

PREV
110
বেরিয়ে এল বক্ষের একাংশ, 'হাই থাই স্লিটে' কৃতির হাইভোল্টেজে নিজেকে সামলাতে পারলেন না অমিতাভ


সামার ফ্যাশনে নয়া চমক নিয়ে হাজির কৃতি শ্যানন। গরমে উষ্ণতা আরও একটু বাড়াতেই যেন হট লুকে ধরা দিয়েছেন কৃতি। 

210


বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে ম্যাক্সি ড্রেসে উষ্ণতার পারদ চড়ালেন কৃতি। সামার ফ্যাশনে কৃতির বোল্ড অবতার নজর কেড়েছে ভক্তদের।

310


হাই থাই স্লিটে চুঁইয়ে পড়ছে ভরা যৌবন। থাই পর্যন্ত চেরা ড্রেসে শরীরী নেশায় আগুন জ্বালালেন কৃতি।

410

 

 

সামার ফ্যাশনে সরু স্ট্রিপের ম্যাক্সি ড্রেসে নিজেকে মেলে ধরেছেন কৃতি। মাল্টি কালারের এই ড্রেস অনায়াসেই ডিনার ডেট কিংবা বিচ ফ্যাশনে ক্যাজুয়াল লুক দেবে।

510

ডিজাইনার প্রীতি জৈনর কালেকশন নিমুহা ব্র্যান্ডের এই পোশাকেই বোল্ড অ্যান্ড সেক্সি কৃতি নজর কেড়েছেন ভক্তদের।

610

ছবির ক্যাপশনে কৃতি লিখেছেন, সালসার জন্য কেউ প্রস্তুত?

710

কৃতির ক্যাপশনে নিজেকে আর সামলাতে পারলেন না বিগ বি। স্টাইলিশ লুকে মুগ্ধ হয়ে প্রশংসায় পঞ্চমুখ খোদ অমিতাভ বচ্চন।

810

বলিউডের শাহেনশা-র কমেন্ট পেয়ে রীতিমতো আপ্লুত কৃতি শ্যানন।

910


কৃতির মতো ক্যাজুয়াল সামার লুক পেতে গেলে ১২,৮০০ টাকা খরচ করতে হবে আপনাকে। গরমে খোলামেলা হটকে লুক পেতে অনায়াসেই ট্রাই করতে পারেন।

1010

বর্তমানে 'আদিপুরুষ' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। ছবিতে সইফ আলি খান, প্রভাসকেও দেখা যাবে। এছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে 'বচ্চন পান্ডে'-তেও দেখা যাবে কৃতিকে। 

click me!

Recommended Stories