কৃতি স্যানন প্রেগনেন্ট, বেড়েছে ১৫ কেজি ওজনও, বিয়ের আগেই মা হওয়ার ছবি ভাইরাল, বিষয়টা কী

বিয়ের পিঁড়িতে কবে সবছেন কৃতি, কাকেই বা ভালোবেসে মন দিয়েছেন তিনি! এই প্রশ্ন এখনও ভাইরাল কৃতির জীবনে। একের পর এক স্টারেদের মাঝে বিয়ের সানাই কবে বাজাবেন কৃতি! ভক্তদের প্রশ্নের কোনও উত্তরই নেই। তবে যা আছে তা ভয়ানক, মা হতে চলেছেন কৃতি!

Jayita Chandra | Published : Jul 9, 2021 4:33 AM IST
18
কৃতি স্যানন প্রেগনেন্ট, বেড়েছে ১৫ কেজি ওজনও, বিয়ের আগেই মা হওয়ার ছবি ভাইরাল, বিষয়টা কী

মুহুর্তে ভাইরাল এই খবর। প্রকাশ্যে এলো ছবিও। সেই ছবি ঘিরেই মাতামাতি তুঙ্গে। 

28

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কৃতি। ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। জল্পনা সেই থেকেই শুরু। 

38

তবে বিষয়টা ঠিক কি! আসতে কৃতির পরবর্তী ছবির পোস্টার মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। 

48

ছবির নাম মিমি। সেখানেই অন্তঃসত্ত্বার ভুমিকাতে অভিনয় করতে দেখা যায় কৃতিকে। 

58

তবে কৃতি স্যাননের জীবনে এই চরিত্র এক বড় চ্যালেঞ্জ বলেই জানান তিনি। তাঁর কথায়, এই চরিত্র হয়ে উঠতে বেশ খাটতে হয়েছে। 

68

বাড়াতে হয়েছে শরীরের ওজন। যেখানে কৃতি সর্বদা ফিট থাকেন, সেখানেই তাঁকে এই লুকে ধরা দিতে বেগ পেতে হয়। 

78

বাড়াতে হয়েছে শরীরের ১৫ কেজি ওজন। পাল্টে গিয়েছে কৃতির চেনা লুক। 

88

যা দেখে রীতিমত অবাক সকলে। বর্তমানে এই লুক নিয়েই ভাইরাল কৃতি। ছবির কাজ শেষ হলেই ফিরবেন তিনি পুরোনো লুকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos