রামানন্দ সাগরের রামায়ণের লক্ষণ অভিনেতা সুনীল লাহরির ছেলে কৃষ পাঠক ইতিমধ্যে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন। তাঁকে নিয়ে হঠাৎই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তবে রামায়ণের পনুঃসম্প্রচার শুরু না হলে বোধহয় সুনীল লাহরির ছেলের জনপ্রিয়তাও শীর্ষে উঠত না। করোনা আতঙ্ক, সেখান থেকে লকডাউন। লকডাউন মেয়াদ বেড়ে চলেছে ক্রমশ। বিনোদন জগতের সমস্ত শ্যুটিং বন্ধ হয়ে যেতেই ভারতের অধিকাংশ বিনোদনপ্রেমী মানুষদের হল মহা সমস্যা। পুরনো ধারাবাহিক, নানা শো পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত নিল ব্রডকাস্টিং নিল। সেখান থেকেই সবার আগে শুরু হল রামায়ণের পুনঃসম্প্রচার। রামানন্দ সাগরের রামায়ণ যে আজও সকলের মধ্যে সমান উত্তেজনা ধরে রেখেছে তা বার্ক রিপোর্টই বলে দিয়েছে। বিশ্ব রেকর্ড গড়েছে এই ধারাবাহিক এক দিনে ৭৭ মিলিয়ন ভিউজ নিয়ে।