'রামায়ণ'র লক্ষণ ওরফে সুনীল লাহরির ছেলে এখন ইন্টারনেট ক্রাশ, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তুঙ্গে

রামানন্দ সাগরের রামায়ণের লক্ষণ অভিনেতা সুনীল লাহরির ছেলে কৃষ পাঠক ইতিমধ্যে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন। তাঁকে নিয়ে হঠাৎই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তবে রামায়ণের পনুঃসম্প্রচার শুরু না হলে বোধহয় সুনীল লাহরির ছেলের জনপ্রিয়তাও শীর্ষে উঠত না। করোনা আতঙ্ক, সেখান থেকে লকডাউন। লকডাউন মেয়াদ বেড়ে চলেছে ক্রমশ। বিনোদন জগতের সমস্ত শ্যুটিং বন্ধ হয়ে যেতেই ভারতের অধিকাংশ বিনোদনপ্রেমী মানুষদের হল মহা সমস্যা। পুরনো ধারাবাহিক, নানা শো পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত নিল ব্রডকাস্টিং নিল। সেখান থেকেই সবার আগে শুরু হল রামায়ণের পুনঃসম্প্রচার। রামানন্দ সাগরের রামায়ণ যে আজও সকলের মধ্যে সমান উত্তেজনা ধরে রেখেছে তা বার্ক রিপোর্টই বলে দিয়েছে। বিশ্ব রেকর্ড গড়েছে এই ধারাবাহিক এক দিনে ৭৭ মিলিয়ন ভিউজ নিয়ে। 

Adrika Das | Published : May 15, 2020 5:46 PM IST
110
'রামায়ণ'র লক্ষণ ওরফে সুনীল লাহরির ছেলে এখন ইন্টারনেট ক্রাশ, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তুঙ্গে

রামায়ণের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীই অত্যন্ত জনপ্রিয়। অরুন গোভিলের মত জনপ্রিয়তায় না পৌঁছলেও সুনীল লাহরিও বেশ ভালই জনপ্রিয় হয়েছিলেন। 
 

210

তবে এই মুহূর্তে বাবার থেকেও বেশি ছেলের জনপ্রিয়তা তুঙ্গে। সুনীল লাহরি রামায়ণে লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন।

310

কৃষ পেশায় একজন মডেল। তবে যে সে মডেল নন। রীতিমত গুডলিং এবং ড্যাশিং কৃষ। 
 

410

তাঁকে দেখে ইতিমধ্যেই মহিলা নেটিজেনরা উত্তেজিত হয়ে পড়েছে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়াড়ের সংখ্যা বেড়ে চলেছে ক্রমশ। 

510

যে সকল নেটিজেনরা কখনই রামায়ণ দেখেনি তারাও অদ্ভুতভাবে রামায়ণের প্রতি উৎসাহ নেওয়া শুরু করেছে। 

610

কৃষ বিনোদন জগতে এখনও তেমন পরিচিতি বানাতে পারেননি তাই তাঁর বাবার নাম ধরেই এগিয়ে যেতে হচ্ছে তাঁকে।
 

710

কৃষ আপাতত ছোটখাটো বিজ্ঞাপন এবং মডেলিং করেছেন। অভিনয় জগতে তাঁকে দেখা যাবে কি না সেই নিয়ে প্রশ্ন তুলছে ভক্তরা।

810

আজ্ঞে হ্যাঁ। এরই মধ্যে কৃষের বেশ বিপুল পরিমাণে ফ্যান ফলোয়িং বেড়ে গিয়েছে। 

910

তাঁর প্রেমিকা আছে কিনা সেই নিয়েও শুরু হয়ে গিয়েছে সাইবার স্টকিং। ব্যক্তিগত জীবন নিয়ে সমস্ত তথ্য পেতে আগ্রহী মহিলা-ভক্তরা।

1010

সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিগুলো দেখলে যেকনোও জেন ওয়াইয়ের মেয়েরই ক্রাশ খাওয়ার অবস্থা হয়ে পড়ছে। তাঁক সোশ্যাল মিডিয়া ক্রাশ হিসেবেও ঘোষণা করে দিয়েছে নেটিজেনরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos