৫৫ বছরের ছায়াসঙ্গীকে হারালেন সায়রা বানু, সান্তাক্রুজ কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হল দিলীপ কুমারের

জাতীয় পতাকায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের। মুম্বইয়ের সান্তাক্রুজ কবরস্থানে সমাধিস্থ করা হয় বলিউডের ট্র্যাজেডি কিং-কে। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে তৈরি হল এক বিশাল শূন্যতা। জাতীয় পতাকায় মুড়ে গান স্যালুটের মাধ্যমেই শেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হয় বলিউডের কিংবদন্তি দিলীপ কুমারকে। বি-টাউনের তাবড় তাবড় তারকারা শেষশ্রদ্ধা জানাতে অভিনেতার বাড়িতে উপস্থিত হয়েছিল। অভিনেতারমৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে। চোখের জল যেন থামছে না। শেষ বিদায়েও অঝোরে কাঁদছেন সায়রা বানু। দীর্ঘ ৫৫ বছরের ছায়াসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন সায়রা বানু।

Riya Das | Published : Jul 7, 2021 12:58 PM IST

111
৫৫ বছরের ছায়াসঙ্গীকে হারালেন সায়রা বানু, সান্তাক্রুজ কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হল দিলীপ কুমারের

মুম্বইয়ের সান্তাক্রুজ কবরস্থানে সমাধিস্থ করা হয় বলিউডের ট্র্যাজেডি কিং-কে। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে তৈরি হল এক বিশাল শূন্যতা।

211

জাতীয় পতাকায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের। 

311

বি-টাউনের তাবড় তাবড় তারকারা শেষশ্রদ্ধা জানাতে অভিনেতার বাড়িতে উপস্থিত হয়েছিল। অভিনেতারমৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে। 

411

সকাল থেকেই চোখের জল যেন থামছে না। শেষ বিদায়েও অঝোরে কাঁদছেন সায়রা বানু। দীর্ঘ ৫৫ বছরের ছায়াসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন সায়রা বানু।

511


জীবনের শেষ দিনগুলি সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে সায়রা বানুর। দিলীপ কুমারের জায়গা সকলের চেয়ে সম্পূর্ণ আলাদা। বলিউডের ছয় দশকের জীবনে চড়াই-উতরাই  সামলে অবসান হল এক যুগের।

611

প্রবীণ অভিনেতা দিলীপ কুমারকে  চোখের জলে শেষ বিদায় জানালেন অমিতাভ বচ্চন।  কবরস্থানে পৌঁছলেন অভিষেক বচ্চন। 
 

711

 শাহরুখকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন সায়রা বানু।

811

দিলীপ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গে দিলীপ কুমার এবং সায়রা বানুর বিশেষ সম্পর্ক ছিল। শাহরুখকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন তারা। 

911

গত ৩০ জুন, শ্বাসকষ্ট নিয়ে পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার। তারপর মাত্র এক সপ্তাহের মধ্যেই সবটা শেষ। বুধবার সকালেই প্রয়াত হলেন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। 
 

1011

বুধবার সকালেই ৮ টা নাগাদ হিন্দুজা হাসপাতালেই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের দিলীপ সাহাব। একে অপরকে আগলে রাখতেন দুজনে। সমস্ত বাধা পেরিয়ে দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে আর পারলেন না আগলে রাখতে। 

1111

অবশেষে ছিন্ন হয়ে গেল দিলীপ-সায়রার ভালোবাসার জন্ম জন্মান্তরের বাঁধন, সারাজীবনের মতো সায়রা বানুকে একে রেখে চলে গেলেন দিলীপ সাহাব। 
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos