মান-অভিমান ভুলে কেবল কাজ ভালোবেসে যে সব কিছুকে পেছনে ঠেলে সরিয়ে দেওয়া যায়, তেমনই শিষ্টাচার কাজের প্রতি অগাধ ভালবাসা ও শ্রদ্ধা না থাকলে খুব একটা চোখে পড়ে না। নানান কারণ বশত ফিল্মিস্থানের সঙ্গে মনোমালিন্য, যার ফলে সেখানে গান গাইতে পারবেন না লতা (Lata Mangeshkar), এমনটাই ধারনা ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemanta Mukherjee), এদিকে আনন্দমঠ তখন তৈরি হচ্ছে, বন্দে মাতরম গানটির জন্য একমাত্র পছন্দ লতা মঙ্গেশকরকে, কিন্তু তাঁর উত্তর জানা ছিল সকলের।