Published : Dec 22, 2020, 09:26 AM ISTUpdated : Dec 22, 2020, 09:28 AM IST
১৯৯১ সালে বলিউড পেয়েছিল এক নয়া সুপারস্টারকে। তিনি হলেন অক্ষয় কুমার। বয়সকে যিনি মুহূর্তে তুড়ি মেরে উড়িয়ে আজও পর্দার তুলছেন। একের পর এক চরিত্রে কেবলই তিনি হিরো। বিপরীতে থাকবেন নায়িকাদের বেশ মানায় তার সঙ্গে। কিন্তু তাদের বয়সে ফারাক শুনলে চোখ উঠবে কপালে।
সারা আলি খান- আত্রঙি ছবিতে তাঁদেরকে একসঙ্গে দেখা যাবে। সারার এর জন্ম হয় অক্ষয় ডেবিউ করার চার বছর পর।
210
কিয়ারা আডবানি- অক্ষয় কুমার দুটি ছবি করেছেন তার সঙ্গে। অক্ষয় যখন বলিউডে ভিউ করেছিলেন তখন কিয়ারার জন্মই হয়নি।
310
বাণী কাপুর- বেল বাটন ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। অক্ষয় যখন বলিউডে পা রাখেন তখন বাণীর বয়স ছিল তিন বছর।
410
কৃতি সানন- হাউসফুল খ্যাত এই অভিনেত্রী অক্ষয়ের ডেবিউ করার সময় বয়স ছিল মাত্র এক বছর। আগামী ছবি বচ্চন পান্ডেতে তাদের একসাথে দেখা যাবে।
510
মৌনি রয়- গোল্ড ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। অক্ষয় বলিউডে পা রাখার সময় মৌনির বয়স ছিল 6 বছর।
610
সোনাক্ষী সিনহা- রাওডি রাঠোর মিশন মঙ্গল, বস জোকার হলিডে একাধিক ছবিতে দেখা গেছে এদের। সোনাক্ষী মাত্র তিন বছরের ছিল যখন আক্ষয় প্রথম ছবি করেন।
710
ইলিয়ানা ডি ক্রুজ- রুস্তম ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাদের। ইলিয়েনা ছিলেন মাত্র 5 বছরের, যখন অক্ষয় বলিউডে আসেন।
810
ভূমি পেডনেকার- টয়লেট ছবিতে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। মাত্র দু বছর বয়স ছিল ভূমির যখন অক্ষয় বলিউডে আসেন।
910
রাধিকা আপ্তে- রাধিকার বয়স ছিল মাত্র 6 বছর। প্যাডম্যান ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাদের।
1010
জ্যাকলিন ফার্নান্দেজ- হাউসফুল ব্রাদার ছবিতে দেখা যায় এই জুটিকে। মাত্র পাঁচ বছর ছিলেন তিনি যখন অক্ষয় বলিউডে আসেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।