Published : Apr 29, 2020, 01:13 PM ISTUpdated : Apr 29, 2020, 01:21 PM IST
দিল্লির নিম্নবিত্ত পরিবারের সন্তান ইরফান, অযভিনেতা হওয়ার স্বপ্ন দেখলে সবাই মজা করত। তবুও দিন রাত সেই স্বপ্নই দুচোখে বুনতেন ইরফান। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হচ্ছিল, বড় হয়ে ইরফান বুঝতে পারেন, পাড়ার দোকানই ভরসা। তবুও মিথ্যেকে আশ্রয় করে বাড়ি ছেরে ছিলেন ইরফান খান।