তাঁর এই দারুন আউটফিটটি দিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন, তিনি একজন ফ্যাসবন ডিভা, তিনি সব সময়েই ইন-ট্রেন্ড। আমেরিকার কিম কার্দাশিয়ানের মতনই তিনিও তাঁর বোল্ড এবং সেক্সি ফ্যাশনের জন্য সবসময়েই খবরে থাকেন।মালাইকাকে ইন্ডিয়ার কিম কার্দাশিয়ান বলাই যায়, তাইনা?ফ্যাশন-প্রেমীদের মতে কিম ও মালাইকা একে অপরকে ফ্যাশনে সমান সমান টক্কর দিতেই পারেন।