সম্পর্কের টানা পোড়েনে টাইগার, বলিউড বাঘের জন্মদিনে ফিরে দেখা সেই সফর

প্রেমের সম্পর্কে বরাবরই একটু রাখ ঢাক পছন্দ করতে টাইগার শ্রফ। তবে দিশার সঙ্গে সম্পর্কের জল গড়িয়েছিল বহুদূর। তাদের বিচ্ছেদের খবরে ম্লান হয়েছিল ভক্ত মহলের মুখ। তবে পর্দায় আবারও ফিরছে এই জুটি। 

Jayita Chandra | Published : Mar 2, 2020 1:26 PM IST / Updated: Mar 02 2020, 07:44 PM IST
19
সম্পর্কের টানা পোড়েনে টাইগার, বলিউড বাঘের জন্মদিনে ফিরে দেখা সেই সফর
২০১৯ থেকেই টাইগার শ্রফের লাভ লাইফ খবরের শিরোনামে। জ্যাকি পুত্র কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেই প্রশ্নের উত্তর মিলেছিল বছর দেড়েক আগেই।
29
দিশা পাটানিকেই বিয়ে করতে চলেছেন টাইগার শ্রফ। নেট দুনিয়ায় একাধিক ছবি পোস্ট থেকে শুরু করে তাঁদের বাক্যালাপ তারই প্রমাণ দিয়েছিল।
39
তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই সামনে আসে তাঁদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে।
49
তবুও কোথাও গিয়ে যেন আজও সেই সম্পর্কের রং ফিকে হয়নি। জন্মদিনে শুভেচ্ছা জানালেন দিশা পাটানি।
59
এক সময় এই জুটি একে অন্যের সঙ্গে সংসার করার স্বপ্ন দেখতেন।
69
সম্প্রতি প্রকাশ্যে টাইগারের জানিয়েছেন তিনি শ্রদ্ধাকে মনে মনে ভালোবেসে এসেছেন।
79
আবারও এই জুটিকে দেখা যাবে বাঘি ৩ ছবিতে। বাঘি ২-তে তাক লাগিয়েছিল রিয়েল লাইফ জুটি।
89
টাইগারের জন্মদিনে তাঁর সঙ্গে নাচের প্রথম ভিডিও শেয়ার করে দিশা।
99
যদিও বর্তমানে এদের মধ্যে আবারও সম্পর্ক গড়ে উঠেছে কি না তা এখনও ধোঁয়াশা।
Share this Photo Gallery
click me!

Latest Videos