Published : Mar 02, 2020, 01:05 PM ISTUpdated : Mar 02, 2020, 01:07 PM IST
মিলিন্দ সোমান মানেই পর্দায় যেন এক টানটান উত্তেজনা। তাঁর শরীরী ভাঁজেই যেন এক কথায় মুগ্ধ ভক্তেরা। নারীর চোখে মিলিন্দ সোমান সর্বদাই চেয়েছেন খানিকটা এগিয়ে থাকতে। আর তা নিয়ে বেজা মাথা ব্যথা এই মডেলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলা মেলা কথা বললেন তিনি।